• আজ পেট্রাপোলে অমিত শাহ, বাণিজ্য গেট ‘মৈত্রী দুয়ার’-এর উদ্বোধন
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বনগাঁ: আজ, রবিবার পেট্রাপোল সীমান্তে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পেট্রাপোল বন্দরে একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। বন্দরের একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানা গিয়েছে। এদিন পেট্রাপোল স্থলবন্দরের অত্যাধুনিক যাত্রী টার্মিনালের উদ্বোধন করবেন অমিত শাহ। পাশাপাশি, বাণিজ্য গেট ‘মৈত্রী দুয়ার’-এর উদ্বোধন করবেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের কারণে সীমান্তজুড়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে নাকা চেকিং। বিএসএফ ও পুলিসের পাশাপাশি সাদা পোশাকের পুলিস মোতায়েন করা হয়েছে সীমান্তে। 

    নিরাপত্তার স্বার্থে শনিবার ও রবিবার ভারত-বাংলাদেশ বাণিজ্যও বন্ধ রাখা হয়েছে। সূত্রের খবর, তবে বন্দর ফাঁকা করার কাজ চলেছে শনিবার দুপুর পর্যন্ত। ফলে কোনও আমদানি হয়নি। পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রতিদিন শ’য়ে শ’য়ে পণ্যবাহী ট্রাক চলাচল করে। সেই সঙ্গে হাজার হাজার যাত্রীও ভারত ও বাংলাদেশের মধ্যে যাতায়াত করেন। যাত্রী চলাচল ও বাণিজ্যের সুবিধার্থে বন্দরকে আধুনিক করে গড়ে তোলা হয়েছে। সুসংহত বাণিজ্য নগর গড়ে উঠেছে পেট্রাপোল সীমান্তে। এতদিন যাত্রী চলাচলের আধুনিক টার্মিনাল না থাকায় নানা ধরনের সমস্যায় পড়তে হতো অনেককেই। অত্যাধুনিক যাত্রী টার্মিনাল চালু হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি, উদ্বোধন হবে ‘মৈত্রী দুয়ার’-এর। এই ‘মৈত্রী দুয়ার’ খুলে যাওয়ায় বাণিজ্যে গতি আসবে বলে জানা গিয়েছে। শনিবার গভীর রাতেই কলকাতায় পৌঁছন অমিত শাহ। সেখান থেকে এদিন আকাশপথে পেট্রাপোল সীমান্তে আসবেন স্বরাষ্ট্রমন্ত্রী। হেলিকপ্টারে করে কালিয়ানি বিএসএফ ক্যাম্পে আসবেন তিনি। সেখান থেকে সড়কপথে  পৌঁছে যাবেন পেট্রাপোলে।

     
  • Link to this news (বর্তমান)