• সিভিকদের ৩ সপ্তাহের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল লালবাজার
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর বিতর্কের পর এবার কলকাতা পুলিসে কর্মরত সিভিকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিল লালবাজার। ৪ নভেম্বর এই প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। তিন সপ্তাহের এই অনাবাসিক প্রশিক্ষণ হবে কলকাতা পুলিস ট্রেনিং স্কুলে (পিটিএস)। ইতিমধ্যেই এই ট্রেনিংয়ের জন্য প্রস্তুতি জোরকদমে শুরু হয়েছে। লালবাজারের এক সূত্র জানাচ্ছে, কলকাতা পুলিসের সমস্ত ইউনিটের কাছে কর্মরত সিভিকদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ২৮ অক্টোবরের মধ্যে এই তালিকা পাঠাতে হবে।  

    উল্লেখ্য, আর জি করে চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযোগে কলকাতা পুলিসের এক সিভিক ভলান্টিয়ার গ্রেপ্তার হতেই অস্বস্তিতে পড়েছিল লালবাজার। পরে স্বতঃপ্রণোদিত শুনানি চলাকালে এরাজ্যের সিভিকদের নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল সুপ্রিম কোর্ট। স্বভাবতই এই পরিস্থিতিতে লালবাজারের এই সিদ্ধান্ত তাৎপর্যপূর্ণ। কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, এই প্রথম সিভিকদের এত লম্বা প্রশিক্ষণ হবে। এতকাল কলকাতা পুলিসে সিভিকদের নাম কা ওয়াস্তে সাতদিনের একটা ট্রেনিং হতো। সূত্রের খবর, ২১ দিনের এবারের এই ট্রেনিংয়ে সিভিকদের আইনশৃঙ্খলা, ট্রাফিকের প্রাথমিক পাঠ দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত, তা নিয়ে পাঠ দেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)