নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরের বিভিন্ন দোকান, হোটেল, অফিস কিংবা সংস্থার নামের বোর্ডে বাংলা লিখুন। হিন্দি, উর্দু কিংবা ইংরেজি রাখতে কেউ বারণ করছে না। কিন্তু আগে বাংলায় নাম লিখুন। শনিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে এই বার্তা দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানান, বিভিন্ন বেসরকারি সংস্থাগুলিকে এই মর্মে আবেদন জানিয়ে চিঠি পাঠানো হবে। বিজ্ঞাপনী হোর্ডিংয়ে অন্যান্য ভাষা থাকলেও সঙ্গে বাংলা রাখতে হবে।
জানা গিয়েছে, এদিন কলকাতার ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিশ্বরূপ দে প্রস্তাব রাখেন, পুরসভার অধীনে সরকারি-বেসরকারি যত সাইনবোর্ড আছে তা বাংলায় হওয়া উচিত। এছাড়াও পুরসভার নথি সহ সমস্ত চিঠিপত্র ও বিজ্ঞপ্তিও বাংলা ভাষায় প্রকাশ করা উচিত। বিষয়টি জনসাধারণের মধ্যে প্রচার করার জন্য পুরসভাকে অগ্রণী ভূমিকা নিতে হবে। এর পরিপ্রেক্ষিতে মেয়র বলেন, পুরসভা ইতিমধ্যেই নির্দেশিকা জারি করেছে। পুরসভার সাইনবোর্ড কিংবা রাস্তায় থাকা দিক নির্দেশের বোর্ডগুলিতে বাংলা বাধ্যতামূলক করতে বলা হয়েছে। সে কাজ চলছে। এ ক্ষেত্রে বেসরকারি অফিস, হোটেল ও অন্যান্য সংস্থাগুলিকেও এগিয়ে আসতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বাংলা ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর তা নিয়ে প্রচারে নামছে পুরসভা। মেয়র বলেন, আগে বাংলা লেখা হবে। তারপর অন্যান্য ভাষা। শহরের বিজ্ঞাপনের বোর্ডগুলির সঙ্গে বিভিন্ন হোটেল, বেসরকারি সংস্থার নামের বোর্ডেও বাংলাকে গুরুত্ব দেওয়া দরকার। এক্ষেত্রে মেয়র তামিলনাড়ু, কর্ণাটক, উত্তরাখণ্ডের প্রসঙ্গ উল্লেখ করেন। সেখানে স্থানীয় ভাষাকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান।