কেইআইআইপির বিরুদ্ধে নানা অভিযোগ, কমিটি গঠন মেয়রের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টালিগঞ্জ, হরিদেবপুর, কুঁদঘাট, বেহালা, ঠাকুরপুকুর, যাদবপুরে কয়েক বছর ধরে কলকাতা পুরসভার কেইআইআইপি প্রকল্পের কাজ চলছে। ভূগর্ভস্থ নিকাশি নালা, নিকাশির পাম্পিং স্টেশন তৈরি হচ্ছে। বছরের পর বছর ধরে চলতে থাকা এই কাজ নিয়ে এলাকাবাসীর হয়রানির শেষ নেই বলে লাগাতার অভিযোগ। পাশাপাশি প্রকল্পের কাজে নানা ধরনের অভিযোগও বারবার উঠছে। এ নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম নিজেও। এবার প্রকল্পের যাবতীয় কাজের তদারকি করতে মনিটরিং কমিটি গড়লেন। শনিবার পুরসভার মাসিক অধিবেশনে এ তথ্য জানান তিনি। সে কমিটিতে কেইআইআইপি’র ডিজি ছাড়াও পুরসভার ইঞ্জিনিয়ারিং, নিকাশি, টাউন প্ল্যানিং বিভাগের ডিজিরা রয়েছেন।
এদিন অধিবেশনে ১০৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বামফ্রন্টের নন্দিতা রায় বলেন, ‘কেইআইআইপি প্রকল্পের কাজের মূল দায়িত্ব কনসালটেন্টের। প্রজেক্ট শেষ করতে দেরি হওয়াতে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হয়েছে কি?’ এর পাশাপাশি তিনি জানতে চান, কুঁদঘাটে প্রকল্পের কাজ চলাকালীন চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিভাগীয় তদন্ত রিপোর্ট পেশ কিংবা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কি না। এর জবাবে মেয়র বলেন, ‘পুরসভার গঠিত তদন্ত কমিটি ওই ঘটনায় ঠিকাদার সংস্থার গাফিলতির প্রমাণ পেয়েছিল। ফলে সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে আর্থিক সহায়তাও করা হয়।’ এছাড়া মেয়র জানান, এই প্রকল্পের পুরনো কাজ নিয়ে নানা ধরনের অভিযোগ রয়েছে। অনেক জায়গাতেই নিকাশি লাইনের কাজ ঠিকঠাক না হওয়ার অভিযোগও রয়েছে। তাই তৈরি হয়েছে মনিটারিং কমিটি। এতদিন কেইআইআইপি’র কাজে পুরসভা সরাসরি হস্তক্ষেপ করতে পারত না। কিন্তু নতুন যে চুক্তি হচ্ছে, তাতে কোথায় কোন কাজ হবে, কোন দিক থেকে পাইপলাইন বসালে সুবিধা হবে সহ টেন্ডার প্রক্রিয়া ইত্যাদি মনিটারিং কমিটিই দেখভাল করবে, যাতে আরও নিখুঁতভাবে কাজ হয়।