• বৃষ্টি কমলেও হাওড়া ও বারাকপুরে জমা জলের দুর্ভোগ অব্যাহত, ক্ষোভ
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও বারাকপুর: বৃষ্টি কমলেও দুর্ভোগের কমতি নেই! টানা দুর্যোগের পর শনিবার সকাল থেকে রোদের মুখ দেখা গেলেও হাওড়া শহর ও উত্তর ২৪ পরগনার বারাকপুর শিল্পাঞ্চলের বিস্তীর্ণ অংশ এদিনও জলমগ্ন হয়ে রইল। সংশ্লিষ্ট পুরকর্তাদের দাবি, জল নামানোর সবরকম চেষ্টা চালানো হচ্ছে। কিন্তু বাস্তবে ভোগান্তির চিত্রে যে খুব একটা বদলাচ্ছে না, সেই দাবি করছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।  

    রাতভর পাম্প চালিয়েও শনিবার বিকেল পর্যন্ত হাওড়া পুরসভার বহু ওয়ার্ড থেকে জল নামামো যায়নি। জল জমার কারণে বন্ধ রাখতে হয় শহরের বেশ কয়েকটি বাজার। নিকাশিনালা উপচে আবর্জনা মিশ্রিত জল বাড়ির ভিতরে ঢুকে যাওয়ায় বাসিন্দাদের ভোগান্তি কয়েকগুণ বেড়েছে। হাওড়ার রামরাজাতলা, ইছাপুর রোড, বেনারস রোড, ড্রেনেজ ক্যানাল রোড সংলগ্ন এলাকাগুলি কার্যত জলবন্দি হয়ে রয়েছে। ইছাপুর বস্তির প্রায় প্রতিটি বাড়ির ভিতরে নোংরা জল ঢুকে গিয়েছে। বেলগাছিয়া, টিকিয়াপাড়ায় এদিন দুপুর পর্যন্ত বেশ কিছু জায়গায় হাঁটুসমান জল জমে থাকতে দেখা যায়। বোটানিক্যাল গার্ডেন সংলগ্ন বি গার্ডেন লেন এলাকার বাসিন্দারা জেরবার জমা জলের সমস্যায়। স্থানীয় কোলে বাজারের প্রায় প্রতিটি দোকানে জল ঢুকে যাওয়ায় বন্ধ রাখতে হয় এদিন। আবাসনগুলোর নীচের তলায় থাকা ইলেকট্রিক মিটার বক্সে জল ঢুকে পড়ায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় থাকতে হচ্ছে বাসিন্দাদের। হাওড়া পুরসভার প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, ‘তিনটি উচ্চ শক্তির পাম্প সহ মোট ৭০টি পাম্প চালানো হচ্ছে। শনিবার ভোররাতে বেশ কিছুক্ষণ বৃষ্টি হওয়ায় সমস্যা বেড়েছে। রাতের মধ্যেই শহরের প্রায় ৯০ শতাংশ এলাকা থেকে জল নেমে যাবে।’

    একই অবস্থা বি টি রোড সহ বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলির। শনিবার সকাল থেকে বৃষ্টি সেভাবে না হলেও কামারহাটি, সোদপুরের বহু জায়গায় জল দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সোদপুর ট্রাফিক মোড় থেকে আগরপাড়ার তেঁতুলতলা পর্যন্ত বি টি রোডের সার্ভিস রোড জলমগ্ন হয়ে রয়েছে। ফলে সার্ভিস রোড দিয়ে অটো চলাচল বন্ধ রাখতে হয় এদিন। পানিহাটি স্পোর্টিং ক্লাবের সামনের অংশ, কামারহাটি মোড়, ২৩০ বাসস্ট্যান্ড জলমগ্ন থেকেছে এদিনও। সাগর দত্ত হাসপাতালের সামনে থেকে রথতলা পর্যন্ত বি টি রোডের পুর্ব দিকের লেনে জায়গায় জায়গায় হাঁটুসমান জল জমে রয়েছে। বরানগরের সিঁথি মোড়ে পাম্প চালিয়ে জল নামাতে হয়। কমবেশি একই অবস্থা বারাকপুর পুরসভার কয়েকটি জায়গার। কাঁকিনাড়ার মাদ্রাল, নৈহাটির জেটিয়া এলাকা জলমগ্ন ছিল এদিনও। কামারহাটি, পানিহাটি, বারাকপুরের পুরকর্তারা বলছেন, প্রচুর পরিমাণে বৃষ্টির কারণে নানা জায়গায় জল জমে আছে। সমস্যা সমাধানে দ্রুত কাজ করা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)