• হাড়োয়া উপ নির্বাচন: কর্মীদের বুথস্তরে চাটাই বৈঠকের নির্দেশ মন্ত্রীর
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: উপনির্বাচনে মানুষকে ভোটদানে উৎসাহিত করতে হবে। তাই বুথে বুথে ছোট চাটাই বৈঠক করুন। হাড়োয়ার উপনির্বাচন নিয়ে বারাসত ২ ব্লকের শাসনে কর্মী বৈঠকে এমনই নির্দেশ দিলেন রাজ্যের দমকল মন্ত্রী তথা বসিরহাটের তৃণমূলের অবজারভার সুজিত বসু। পাশাপাশি তিনি দেওয়াল লিখনের উপরেও জোর দেন।

    হাড়োয়ার উপনির্বাচন ১৩ নভেম্বর। প্রার্থী হওয়া নিয়ে বেশ কিছুদিন ধরেই ডামাডোল চলছিল। সব জল্পনার অবসান করে তৃণমূলের প্রার্থী হয়েছেন প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজ ছেলে রবিউল ইসলাম। হাতে সময় খুবই কম। তাই বুথস্তরে সংগঠন আরও শক্তপোক্ত করতে উদ্যোগী তৃণমূল। শনিবার বিধানসভার অন্তর্গত ১৩টি পঞ্চায়েতের নেতৃত্বকে নিয়ে শাসনের একটি লজে বৈঠক হয়। সেখানে কর্মীদের বিভিন্ন নির্দেশিকা দিয়েছেন মন্ত্রী সুজিতবাবু।

    মন্ত্রী বলেন, বুথে জোর দিতে হবে। লোকসভা ভোটে হাড়োয়া বিধানসভা কেন্দ্র থেকে আমরা এক লক্ষ ১২ হাজার ভোটে জিতেছিলাম। এবারও তাই হবে। সিপিএম বা বিজেপি কিছুই করতে পারবে না। রাজ্যের ছ’টি বিধানসভাতেই বিরোধীরা ধরাশায়ী হবে। আর তৃণমূল প্রার্থী রবিউল বলেন, আমরা মানুষের জন্য উন্নয়ন করব। এটাই দলের মূল লক্ষ্য। 
  • Link to this news (বর্তমান)