দক্ষিণ দমদম ও শ্যামপুরের তৃণমূলে যোগদান কাউন্সিলার, শতাধিক কর্মীর
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও সংবাদদাতা, উলুবেড়িয়া: দুর্গাপুজোর পর রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পালন করা হচ্ছে বিজয়া সম্মিলনী। এই মিলন উৎসবগুলিতেই বিরোধী দল থেকে অনেক নেতা, কর্মী যোগ দিচ্ছেন তৃণমূলে। যেমন শনিবার দক্ষিণ দমদমে পুরসভার দুই নির্দল কাউন্সিলার, প্রাক্তন চেয়ারম্যান পরিষদের সদস্য তৃণমূলে যোগ দিলেন। আর হাওড়ার শ্যামপুরে এক পঞ্চায়েত সদস্য সহ সিপিএম ও বিজেপি থেকে শতাধিক কর্মী যোগ দেন ঘাসফুল শিবিরে।
এদিন ন’ নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে দক্ষিণ দমদম তৃণমূলের বিজয়া সম্মিলনীতে দুই নির্দল কাউন্সিলার দেবাশিস বন্দ্যোপাধ্যায়, রীতা রায়চৌধুরী এবং প্রাক্তন চেয়ারম্যান পরিষদের সদস্য প্রবীর পালের হাতে দলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক ব্রাত্য বসু এবং সাংসদ সৌগত রায়। ব্রাত্য বসু বলেন, এঁরা গত লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছেন। দল তাঁদের ফিরিয়ে নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। এখন থেকে তাঁরা আগের মতোই দলের সব কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।
আর এদিন শ্যামপুরের বেলপুকুরে অনুষ্ঠিত তৃণমূলের বিজয়া সম্মিলনীতে ডিঙাখোলা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের পঞ্চায়েত সদস্য, সিপিএম ও বিজেপির আইটি সেলের নেতা ও শতাধিক কর্মী তৃণমূলে যোগ দেন। এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায়। উপস্থিত ছিলেন শ্যামপুরের বিধায়ক কালীপদ মণ্ডল, জেলা পরিষদের কর্মাধক্ষ্য জুলফিকার আলি মোল্লা প্রমুখ। পুলক রায় বলেন, আমরা যখন উৎসবে থাকি, তখন কিছু অসাধু শক্তি চক্রান্তের জাল বুনতে থাকে। কিন্তু শ্যামপুরের মানুষ অশান্তি পচ্ছন্দ করে না। তারা শান্তি, উন্নয়ন পচ্ছন্দ করে। যারা চক্রান্ত করেছে, তারা এই বিজয়া সম্মিলনীতে এলে বুঝতে পারবে, তৃণমূল কংগ্রেস এমন একটি ধর্মনিরপেক্ষ দল, যারা শান্তি প্রতিষ্ঠা করতে পারে, এলাকাকে শান্ত রাখতে পারে।