• কালীপুজোয় খুলছে না কালীঘাট স্কাইওয়াক, কবে উদ্বোধন উঠছে প্রশ্ন
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৪
  • কথা ছিল কালীপুজোর আগেই উদ্বোধন হবে কালীঘাট স্কাইওয়াকের। কিন্তু শনিবার ‘টক টু মেয়র’ শীর্ষক অনুষ্ঠানে কলকতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম জানালেন, এখনই উদ্বোধন হচ্ছে না কালীঘাট স্কাইওয়াকের। কাজ সম্পূর্ণ হতে এখনও মাসখানেক সময় লাগতে পারে।

    মেয়র জানান, যে ঠিকাদার সংস্থাকে কালীঘাট স্কাইওয়াক নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা নিজেদের সাধ্যের বাইরে গিয়ে কাজের বরাত হাতে নিয়েছিল। কালীপুজোর আগে স্কাইওয়াক উদ্বোধন হবে – এই কথা ভিত্তিহীন। এমন প্রতিশ্রুতি কেউ দেয়নি। ফিরহাদ আরও বলেন, “কয়েক মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে। কাজ শেষ হয়ে গেলে অনতিবিলম্বে স্কাইওয়াকের উদ্বোধন হবে। আমাদের আধিকারিকেরা সব রকম উপায়ে কাজ শেষ করার চেষ্টা করছেন।”

    প্রসঙ্গত, সম্প্রতি কালীঘাট স্কাইওয়াক নির্মাণের প্রস্তুতি সরেজমিনে খতিয়ে দেখতে গিয়েছিলেন মেয়র। সূত্রের খবর, স্কাইওয়াক নির্মাণে বিলম্বের জেরে ঠিকাদারি সংস্থার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)