Kalipuja Weather: গত শুক্রবার রাতে ওড়িশা উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় দানা, যার প্রভাবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর বৃষ্টি হয় এবং জল জমার সমস্যা দেখা দেয়। ঘূর্ণিঝড়ের প্রভাব শনিবার সকালের পর থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। রোদের দেখা মিললেও হাওয়া অফিস জানিয়েছে যে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহের শুরুতেই দুই মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কালীপুজোতে বৃষ্টির আশঙ্কা
আগামী ৩১ অক্টোবর কালীপুজো ও দীপাবলির দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেই দিন ভারী বৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়কালে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। বিশেষত দুই মেদিনীপুর (পূর্ব ও পশ্চিম) এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী ৩১ অক্টোবর পর্যন্ত চলতে পারে। উত্তরবঙ্গের সব জেলাতেও এই সময় পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
আবহাওয়ার সামগ্রিক পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। রবিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ৩১ অক্টোবর পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বর্ষণের আর কোনও সম্ভাবনা না থাকায়, কালীপুজোর উৎসবে বৃষ্টির বড় বাধা হওয়ার আশঙ্কা নেই। তাপমাত্রায় বড় পরিবর্তন আসার সম্ভাবনাও কম।