ডানার প্রভাব: গোঘাটে রাজ্য সড়কের উপর জল, কামারপুকুর-বদনগঞ্জ রুটে যান চলাচল বন্ধ প্রশাসনের
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: ‘ডানা’-র প্রভাবে শুক্রবার দিনভর বৃষ্টি। তার জেরে খাল উপচে গোঘাটে রাজ্য সড়কের উপর জল উঠে যায়। শনিবার গোঘাটের কামারপুকুর পঞ্চায়েতের সাতবেড়িয়ার এই ঘটনার জেরে যান চলাচল বন্ধ করে দেয় প্রশাসন। কামারপুকুর-বদনগঞ্জ যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ হয়। সকালের দিকে অবশ্য ওই রাস্তায় অনেকেই চলাচল করেছে। কিছু ক্ষেত্রে ঝুঁকি নিয়েও পারাপার হয়। পুলিস জানিয়েছে, জল বাড়তে থাকায় দুপুরে যান চলাচল বন্ধ রাখা হয়। দুর্ঘটনা এড়াতে সিভিল ডিফেন্স ও পুলিস মোতায়েন করা হয়েছে। জল কমলে আবার যান চলাচলে ছাড়পত্র দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, বেশি বৃষ্টি হলেই এই রাস্তার উপর দিয়ে খালের জল বইতে থাকে। তারফলে যাতায়াত নিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় বাসিন্দাদের। কয়েক ঘণ্টার মধ্যে আবার জল নেমেও যায়। রাস্তার ওই অংশটি নিচু হওয়ার জন্যই এই অবস্থা হয়। বিষয়টির স্থায়ী সমাধান প্রয়োজন।
গোঘাটের সুবিরচকের বাসিন্দা মৌমিতা পণ্ডিত বলেন, কামারপুকুর হাসপাতালে যাওয়ার জন্য কোলের শিশুকে নিয়ে বেরিয়েছিলাম। রাস্তায় জল জমে থাকায় খুবই আতঙ্ক লাগছে।
নারায়ণচন্দ্র লাহা বলেন, প্রত্যেক বছরই এই সমস্যা হয়। গুরুতর কোনও রোগী বা প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়। আশা করি এই সমস্যার স্থায়ী সমাধান হবে। সেতু হয়ে গেলে সমস্যা মিটতে পারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রত্যেকদিন বহু মানুষ বদনগঞ্জ এলাকা থেকে কামারপুকুর, আরামবাগ আসেন। উল্টোদিক থেকেও অনেকে যাতায়াত করেন। এদিন সকালে রাস্তা দিয়ে জল বয়ে যাওয়ায় অনেকেই আতঙ্কে যাতায়াত করতে পারেননি।
কামারপুকুর পঞ্চায়েতের প্রধান তৃণমূলের রাজদীপ দে বলেন, বাঁকুড়ায় অতি বৃষ্টির ফলে সাতবেড়িয়ায় রাস্তার উপর জল উঠে যায়। সংলগ্ন আমোদর, ভুটির খাল সংস্কারের প্রস্তাব পাঠানো হয়েছে। তারসঙ্গে একটি সেতু নির্মাণের জন্যও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান হয়ে গেলেও এখানকার সমস্যা মিটে যাবে। আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ‘ডানা’র জন্য যেসব এলাকায় ত্রাণ শিবির করা হয়েছিল শনিবার সেখান থেকে দুর্গতদের অনেকেই বাড়ি ফিরেছেন। নতুন করে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।