সড়ক যেন মরণফাঁদ, সংস্কারের দাবি জানিয়ে রানিনগরে অবরোধ
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, ডোমকল: শনিবার সকালে নটিয়াল লছিমন মোড়ের রাস্তা সংস্কারের দাবিতে জলঙ্গি-শেখপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনায় প্রায় দু’ঘণ্টা ধরে অবরুদ্ধ হয়ে পড়ে রাজ্য সড়ক। পরে পুলিস ও প্রশাসনিক আধিকারিকদের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
প্রসঙ্গত, রানিনগরের নটিয়াল বাজার থেকে নটিয়াল লছিমন মোড় পর্যন্ত প্রায় ১৭০ মিটার রাস্তা বর্ষায় কার্যত পুকুরে পরিণত হয়েছে। দু’-এক পশলা বৃষ্টিতেই জল জমছে রাস্তায়। এতেই রাস্তা যেন হয়ে উঠেছে মরণফাঁদ। অথচ সেই রাস্তা মেরামতের জন্য কোনও হুঁশ নেই প্রশাসনের।
জানা গিয়েছে, দীর্ঘ ১২ বছর থেকে ওই রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। বছর খানেক আগে স্থানীয় দোকানদাররা চাঁদা তুলে রাস্তার গর্তগুলো মোরাম দিয়ে বুজিয়েছিলেন। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের বেহাল হয়ে পড়েছে রাস্তা। এদিকে অনেকেই ওই রাস্তাটিকে বহরমপুর সাগরপাড়া রাজ্য সড়কের, গোধনপাড়া থেকে নটিয়াল পর্যন্ত যাওয়ার বাইপাস রাস্তা হিসেবে ব্যবহার করেন। এই রাস্তায় যাতায়াত করলে কয়েক কিলোমিটার ঘোরা পথ কমে, তেমনই বাড়তি যানবাহনের চাপ কমে রানিনগর, শেখপাড়ার বাজারগুলিতে। নাখেররাজ সহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের মানুষ এই রাস্তা দিয়েই নটিয়াল বাজারে আসেন। অথচ এইরকম গুরুত্বপূর্ণ এক রাস্তার প্রায় ১৭০ মিটার এলাকা বছরের পর বছর থেকে বেহাল হয়ে পড়ে আছে। রাস্তার মাঝে হাঁটু অব্দি গর্ত হয়েছে কোথাও কোথাও। আর বর্ষার মরশুমে গর্তগুলি জলমগ্ন হয়ে থাকছে। পথচারীরা একটু অসতর্ক হলেই বিপদ ঘটছে। বাসিন্দারা বলছেন প্রায়শই অটো, টোটো, মোটর সাইকেল আরোহীরা এই রাস্তায় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। এদিকে দোকানের সামনের রাস্তা চলাচলের অযোগ্য হওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন নটিয়াল লছিমনবাজারের ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তা সারানোর জন্য প্রশাসনিক বিভিন্ন মহলে অভিযোগ জানানো হয়েছে। তারপরেও কোনও কাজ হয়নি। এরপরই তাঁরা ক্ষিপ্ত হয়ে শনিবার সকালে নটিয়াল বাজারে জলঙ্গি শেখপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘণ্টা দু’য়েক অবরোধ চলার পর রানিনগর ২ ব্লক ও জলঙ্গি ব্লকের প্রশাসনিক আধিকারিক ও স্থানীয় নেতাদের আশ্বাসে অবরোধ তুলে নেন তাঁরা।
লছিমনবাজারের ব্যবসায়ী সফি শেখ বলেন, রাস্তার এইরকম অবস্থার জন্য গ্রাহকরা দোকানে আসতে পারছেন না। রাস্তার কারণে ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। আমরা চাই খুব দ্রুত রাস্তার সংস্কার করা হোক। নাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।
রানিনগর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি কুদ্দুস আলি বলেন, ওই রাস্তা রানিনগর ২ ব্লক ছাড়াও পাশের জলঙ্গি ব্লকের মধ্যেও পড়ছে। আমার সঙ্গে জলঙ্গি পঞ্চায়েত সমিতির সভাপতি কবিরুল ইসলামের কথা হয়েছে। দুই পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে ওই রাস্তার কাজ দ্রুত শুরু হবে।