তাপস ঘোষ, বহরমপুর: বিশ্ব শান্তির বার্তা দিতে চলেছে লালদিঘিপাড়া যুব সঙ্ঘ। এবার তাদের শ্যামাপুজোর থিম ‘শান্তির ভূমি’। বিশাল এলাকাজুড়ে মণ্ডপ সজ্জার কাজ শুরু হয়েছে। কাপড় ও থার্মোকল দিয়ে কাজ হচ্ছে। মণ্ডপের দু’পাশে থাকছে দুটি আকর্ষণীয় গম্বুজ। মণ্ডপ সজ্জার পাশাপাশি থাকছে আলোর চমক। লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে দেখানো হবে নানা বৈচিত্র্য। আলো ও মণ্ডপ সজ্জায় উঠে আসছে শান্তির বার্তা। জাতি, ধর্ম, বর্ণ বিভেদের বিরোধিতা করে তুলে ধরা হবে ঐক্যের বাণী। ডাকের সাজের বিশাল আকৃতির শ্যামামূর্তি থাকছে।
পুজো কমিটির সভাপতি বিপ্লব কুণ্ডু বলেন, পুজোর থিমে গ্রাম বাংলার নানা বৈচিত্র্য ও গ্রামীণ সংস্কৃতিকেই আমরা তুলে ধরার চেষ্টা করি। বিগত বছরগুলিতে মানুষের ব্যাপক সাড়াও পেয়েছি। এবার আশা করি আমাদের মণ্ডপ দর্শনার্থীদের ভালো লাগবে।
লালদিঘিপাড়ার শ্যামাপুজো এবার ৭৮ তম বর্ষে পা দিল। গত চারবছর ধরে পুজো কমিটির সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে বিপ্লববাবুর হাত ধরেই থিমের পুজোর পথ চলা শুরু হয়েছে। পুজো কমিটির গত বছরের নবান্নের থিম বহরমপুর শহরে ব্যাপক সাড়া ফেলেছিল। উদ্যোক্তাদের দাবি, এবার যুব সঙ্ঘের শ্যামাপুজো বহরমপুর শহরের সব থেকে বিগ বাজেটের পুজো। এবার পুজোর বাজেট ধরা হয়েছে ২২ লক্ষ টাকা।
লালদিঘি এলাকায় এফসিআই গোডাউনের ঠিক উল্টো দিকে বিশাল এলাকাজুড়ে পুজো মণ্ডপ গড়ে তোলা হচ্ছে। মণ্ডপ ও প্রতিমার চালচিত্রে থাকছে নানা অভিনবত্ব। মণ্ডপ শিল্পীদের নিখুঁত হাতে শান্তির ভূমি ফুটে উঠছে স্বাভাবিক গতিতে। ‘ডানা’র প্রভাবে মণ্ডপ শিল্পীদের কাজে সামান্য ব্যাঘাত ঘটেছে। উদ্যোক্তাদের দাবি, মণ্ডপ প্রাঙ্গণ থেকে মূল রাস্তা আলোয় সাজানো হবে। মূল রাস্তার উপর ১০টি আলোর গেট থাকবে। প্রতিটি গেটে থাকবে বিশেষত্ব। লেজার শো, ঝাঁকি লাইটের সঙ্গে থাকছে মেকানিক্যাল লাইট। বিপ্লববাবু বলেন, এবার যুব সঙ্ঘের শ্যামা পুজোয় বহরমপুরবাসী নতুন এবং অভিনব আলোকসজ্জা দেখতে পাবেন। আলোর বৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।
৩০ অক্টোবর সন্ধ্যায় পুজো মণ্ডপের উদ্বোধন হবে। উদ্বোধনী মঞ্চ থেকে এক হাজার দুঃস্থ মানুষের হাতে তুলে দেওয়া হবে বস্ত্র। ১০ হাজার মানুষের জন্য অন্ন ভোগের ব্যবস্থা করা হয়েছে। পুজো কমিটির অন্যতম সদস্য হাসান সাহিল বলেন, কলকাতার বাংলা ব্যান্ডের গান, বিচিত্রানুষ্ঠান, ড্যান্স ট্রুপ সহ বসে আঁকোর মতো একাধিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চারদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে ঠাসা থাকছে। বহরমপুরে এবার শ্যামাপুজোয় সেরার শিরোপার দাবিদার হতে চলেছে লালদিঘিপাড়া যুব সঙ্ঘ। • নিজস্ব চিত্র