রবীন রায়, আলিপুরদুয়ার: মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে এবার নির্দল কাঁটায় বিদ্ধ বিজেপি। এই উপ নির্বাচনে চার জন নির্দল প্রার্থী লড়ছেন। তার মধ্যে নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা এবং নরেশচন্দ্র শৈব বিজেপির ভোটব্যাঙ্কে সিঁধ কাটবে বলে মনে করছে রাজনৈতিক মহল। এই জোড়া নির্দল কাঁটায় বেজায় চিন্তিত গেরুয়া শিবির। অন্যদিকে, এই দুই নির্দল প্রার্থীর জন্য লাভ তাঁদেরই বলে মনে করছে জোড়াফুল শিবির।
১৩ নভেম্বর মাদারিহাট বিধানসভার উপ নির্বাচন। নির্দল প্রার্থী বুদ্ধিমান লামা নেপালি সম্প্রদায়ের প্রতিনিধি। মাদারিহাটে বিমল গুরুংদের গোর্খা জনমুক্তি মোর্চার প্রচুর সমর্থক রয়েছে। মোর্চার ভোট সাধারণত বিজেপির বাক্সে যায়। তাৎপর্যপূর্ণভাবে এই উপ নির্বাচনের প্রচারে এখনও গুরুংকে দেখা যায়নি। ফলে মোর্চার ভোট কোনদিকে যাবে, তা নিয়ে একটাধোঁয়াশা রয়েছে।
রাজনৈতিক মহল মনে করছে, এই আবহে গোর্খা ভোট ব্যাঙ্কে বড় ধরনের থাবা বসাবেন বুদ্ধিমানবাবু। আর তা হলেই নিশ্চিতভাবে লাভবান হওয়ার কথা তৃণমূলের। এদিন বুদ্ধিমানবাবু বলেন, শুধু গোর্খা সম্প্রদায় নয়, আমি বিধানসভা এলাকার সমস্ত সম্প্রদায়ের মানুষেরই ভোট পাব।
শুধু বুদ্ধিমানে রক্ষে নেই! বিজেপির কাঁটা হিসেবে দোসর হয়েছেন আরএক নির্দল প্রার্থী নরেশচন্দ্র শৈব। তিনি বিজেপির কিষান মোর্চার নেতা। নরেশবাবু আবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বারলার বাড়িতে গিয়ে দেখাও করে এসেছেন। লোকসভা ভোটে টিকিট না পেয়ে বারলা দল ও মনোজ টিগ্গার বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন। মান ভাঙাতে সুকান্ত মজুমদার ও রাজু বিস্তা দেখা করতে গেলেও নিজেকে গুটিয়ে নেওয়া বারলা মাদারিহাটের উপ নির্বাচনের প্রচারে নামবেন না বলেই জানিয়েছেন। ফলে নির্দল প্রার্থী নরেশবাবুকে নিয়েও বিজেপি নেতাদের কপালে চিন্তার ভাঁজ।
দুই নির্দল প্রার্থীর লড়াইয়ে স্বাভাবিকভাবে ফিলগুড হাওয়া জোড়াফুল শিবিরে। তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নকুল সোনার বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, দুই নির্দল প্রার্থীর লড়াইয়ে নিশ্চিতভাবেই এই উপ নির্বাচনে আমাদের সুবিধা হবে।
যদিও বিজেপির জেলা সভাপতি তথা সাংসদ মনোজ টিগ্গা বলেন, নির্দলদের নিয়ে এখনই মন্তব্য করব না। নির্দলরা আমাদের প্রার্থী রাহুল লোহারের জয়ের পথে কোনরকম কাঁটা হয়ে উঠবেন না। মাদারিহাটের মানুষ পদ্মফুল ছাড়া কোথাও ভোট দেন না। এবারও অন্যথা হবে না। (প্রচারে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো। - নিজস্ব চিত্র।)