• গয়নার দোকানের জন্য বাড়তি নিরাপত্তা
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: রায়গঞ্জ শহরে গয়নার দোকানের নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্ক পুলিস। অপ্রীতিকর ঘটনা এড়াতে একযোগে ময়দানে নেমেছে সাদা পোশাকের পুলিস, উইনার্স বাহিনী ও থানার টহলদারি দল। শহরে প্রবেশ ও বেরনোর পথে চলছে লাগাতার নাকা চেকিং।

    মঙ্গলবার ধনতেরস। তার আগে থেকেই শহরের গয়নার দোকানে কেনাকাটার ধুম। শহর ও লাগোয়া এলাকা থেকে ক্রেতারা দোকানে আসতে শুরু করেছেন। স্বাভাবিকভাবে হাসি ফুটেছে স্বর্ণ ব্যবসায়ীদের মুখে।

    বঙ্গীয় স্বর্ণশিল্পী সমিতির প্রেসিডেন্ট অগ্নিশ্বর ভৌমিক বলেন, ধনতেরসের সময় প্রায় প্রতিবছর গয়নার বিক্রি বাড়ে। তাই পুলিস আগেভাগে গয়নার দোকানের সুরক্ষা ব্যবস্থা নিয়ে বৈঠক করেছে। নিরাপত্তা বাড়ানোর জন্য একগুচ্ছ পরামর্শ দেওয়া হয়েছিল। আমরা সেগুলি মেনে চলছি। দিনে পুলিসের টহল চলছে। সাদা পোশাকের বাহিনীও ঘুরছে। এমনকি দোকানে ঢুকে থানার আধিকারিকরা ঘনঘন খোঁজ নিয়ে যাচ্ছেন। এই পদক্ষেপে ব্যবসায়ীরা অনেক নিশ্চিন্ত। কয়েকদিন আগে রায়গঞ্জের কাশিবাটি এলাকায় সোনার দোকানে ডাকাতির চেষ্টা হয়েছিল। দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে লোহার গেট ও তালা ভেঙে দোকানে ঢুকতে গেলেও পরিকল্পনা ভেস্তে যায়। গত এপ্রিলেও শহরে একটি গয়নার দোকানে লুঠের ঘটনা ঘটে। সম্প্রতি সেই মামলায় ভিনরাজ্য থেকে দু’জনকে পাকড়াও করে নিয়ে আসা হয়েছে।

    রায়গঞ্জের পুলিস সুপার সানা আখতার বলেন, ধনতেরসের আগে অপ্রীতিকর ঘটনা রুখতে সাদা পোশাকের পুলিসের নজরদারি অনেকটাই বাড়ানো হয়েছে। সোনার দোকানগুলিতে সারপ্রাইজ ভিজিট চলছে। ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে কিছু সতর্কতামুলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হলে সেগুলি মেনে চলছেন তাঁরা।
  • Link to this news (বর্তমান)