নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: নয়া অনলাইন প্রতারণা চক্রের হদিশ। যাদের ঘাঁটি বিদেশের মাটিতে। তারা অর্থলগ্নি সংস্থায় বিনিয়োগের কিংবা চাকরির টোপ দিয়ে প্রতারণা চক্রের জাল বিস্তার করেছে। শিলিগুড়িতে অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে তদন্তে এমন চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিসের সাইবার অপরাধ দমন বিভাগ। তারা এব্যাপারে স্থানীয় বাসিন্দাদের সচেতন করার উদ্যোগ নিয়েছে। শীঘ্রই তারা এব্যাপারে তথ্যচিত্র বানিয়ে সোশ্যাল মিডিয়ায়, পাড়া বৈঠকে প্রচার চালাবে।
শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, অনলাইন প্রতারণা চক্রের বিরুদ্ধে পুলিস সতর্ক রয়েছে। ইতিমধ্যে কিছু অভিযোগের কিনারা করা হয়েছে। তবে আমজনতাকে এব্যাপারে আরও সতর্ক হতে হবে। এজন্য অনলাইন প্রতারণার ঘটনা নিয়ে আমরা তথ্যচিত্র প্রস্তুত করছি। তা সর্বত্র দেখানো হবে।
অনলাইন প্রতারণার অন্যতম গ্যাং জামতারা। সংশ্লিষ্ট গ্যাংয়ের নাম অনেক পুরনো। এরপর মুম্বই, রাজস্থান, বিহার সহ বিভিন্ন জায়গায় এধরনের গ্যাংয়ের হদিশ মেলে। এবার শিলিগুড়ির অনলাইন প্রতারণার সঙ্গে কানাডা ও কম্বোডিয়ার সংস্রব মিলছে। পুলিস সূত্রের খবর, সোশ্যাল মিডিয়ায় অর্থলগ্নি সংস্থার নামে কিছু গ্রুপ রয়েছে। গ্রুপের অধিকাংশই ভারতীয়। অর্থ লগ্নি করে তারা মোটা অঙ্কের টাকা কামানোর টোপ দিচ্ছে। তা গিলেই বিপদগামী হচ্ছেন অনেকে। সংশ্লিষ্ট গ্রুপের সদস্যরা ‘ফেক’। যা নিয়ন্ত্রণ হচ্ছে উত্তর আমেরিকার কোনও দেশ থেকে। আবার কেউ কেউ মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসা-বাণিজ্য করার টোপ পাচ্ছেন। তাদের মোবাইলে এসএমএস কিংবা ব্যবসা-বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন অ্যাপ পাঠানো হচ্ছে। সবটাই আসছে ভারতীয় ফোন নম্বর থেকে। এতে উৎসাহিত হয়ে অনেকে সেই ফাঁদে পা দিচ্ছেন। নিমিষের মধ্যে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গায়েব হচ্ছে গচ্ছিত অর্থ। সেই মোবাইল নম্বর ভারতের নয়। দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনও দেশ থেকে সেই ফোন নম্বরের মাধ্যমে প্রতারণা চালানো হয়েছে। পুলিস অফিসাররা বলেন, অন লাইন প্রতারণার বেশকিছু অভিযোগ নিয়ে তদন্তে নেমে এমন তথ্য মিলেছে।