পুরাতন মালদহের লোলাবাগ শ্মশানে সিঁড়ি ঘাট তৈরি হয়নি
বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: এক বছর আগে পুরাতন মালদহ পুরসভা কর্তৃপক্ষ লোলাবাগ শ্মশান পরিদর্শন করে। সেখানে নতুন সিঁড়ি ঘাট করার জন্য মাপজোখ করা হয়। কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। এমনই দাবি বাসিন্দাদের। শুধু তাই নয় ঘাট পাকা করে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে। কাজগুলি না হওয়ায় নদীর পাড়ের মাটি ধসে যাচ্ছে। পাশাপাশি সিঁড়ি ঘাট তৈরি না হওয়ায় শবযাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। তাঁরা শ্মশানে এসে সুষ্ঠুভাবে মৃতের শেষকৃত্য সম্পন্ন করতে পারছেন না।
পর্যাপ্ত আলো না থাকায় অন্ধকারে পোকা মাকড়েরও ভয় পাচ্ছেন তাঁরা। এনিয়ে স্থানীয় বাসিন্দারা সরব হয়েছেন। স্থানীয় বিজেপি কাউন্সিলার দ্রুত সিঁড়ি ঘাটের দাবি জানিয়েছেন। পুরাতন মালদহ লোলাবাগ শ্মশানের কাছেই আশ্রমে দীর্ঘ বছর ধরে রয়েছেন চৈতন্য ব্রহ্মচারী। তিনি বলেন, শ্মশান অনেক পুরনো। কয়েক বছর আগে পুরসভার উদ্যোগে ইলেকট্রিক চুল্লি হয়েছে। কিন্তু ঘাট বেহাল। এখানে অস্থি বিসর্জন দেওয়ার জন্য ছোট সিঁড়ি ঘাট এবং শবযাত্রীদের জন্য সিঁড়ি ঘাট দরকার। আগে মাপজোখ হলেও কাজ হয়নি।
উল্লেখ্য, পুরাতন মালদহ পুরসভার ২ নম্বর ওয়ার্ডে মহানন্দা নদীর ধারেই রয়েছে লোলাবাগ শ্মশান। আগে কাঠের চুল্লিতে দাহ করা হতো। ২০২০ সালের ১১ মার্চ পুরসভার উদ্যোগে ইলেকট্রিক চুল্লি বসানো হয়েছে। তারপর থেকে গাজোলের আদিনা সহ পুরাতন মালদহ ব্লকের বিভিন্ন প্রান্তের শবযাত্রীরা এই শ্মশানের উপর নির্ভরশীল। কিন্তু এখানে ঘাটের অবস্থা ভালো নেই। পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বিজেপির বাসন্তী রায় বলেন, পাড় ধসে যাচ্ছে। সিঁড়ি ঘাট নেই। এর আগে পুরসভার তরফে দেখা হয়। আমরা কাউন্সিলার প্যাডে লিখিত দিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না। আমরা চাই দ্রুত সেটা শুরু হোক। পুরাতন মালদহ পুরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ বলেন, সিঁড়ি ঘাটের বিষয়টি আমাদের নজরে রয়েছে। ইতিমধ্যেই ঘাটের প্রস্তাব পাঠানো হয়েছে। আগামী দিনে কাজ হবে।-নিজস্ব চিত্র