• ৯ বছর আগে শুরু জল প্রকল্পের কাজ অসম্পূর্ণ
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, তপন: তপনে ন’বছরেও শেষ হয়নি বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ প্রকল্পের কাজ। এনিয়ে বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বাড়ছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে তপনের করদহ এবং সুতইলে দু’টি প্রকল্পের মাধ্যমে পুনর্ভবা নদীর জলকে পরিস্রুত করে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন জায়গায় রিজার্ভার বানিয়ে তপন ব্লকের ১১টি পঞ্চায়েতের সমস্ত বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হবে। 

    ২০১৪-১৫ সালে তপন ব্লকের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই প্রকল্পে। প্রাথমিকভাবে তপনের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের করদহে একটি প্রকল্পের কাজ শুরু হয়। পরবর্তীতে ২০২১-২২ সালে রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের সুতইলে আগের চেয়েও বড় প্রকল্পের কাজ শুরু হয়। যদিও ব্লকের অধিকাংশ বাড়িতে এখনও জল পরিষেবা পৌঁছয়নি। তপন ব্লক দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে খরাপ্রবণ। গরমের সময় তীব্র জলকষ্ট দেখা দেয়। সেই সমস্যা সমাধানে দু’টি প্রকল্প হাতে নেওয়া হলেও ৯ বছরে তার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ বাড়ছে। 

    হরসুরার বাসিন্দা আব্দুল মালেক বলেন, কয়েক বছর ধরে শুনছি বাড়ি বাড়ি পানীয় জল আসবে। আমাদের এলাকায় এখনও পাইপলাইন বসানো হয়নি। পিএইচই সূত্রে খবর, করদহে পানীয় জলের প্রকল্প চালু করে এলাকার ৮০ শতাংশ বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। সুতইলের প্রকল্পটি থেকে এক মাসের মধ্যেই জলের সংযোগ দেওয়া হবে।

    পিএইচই’ জেলা আধিকারিক শুভব্রত কর সম্প্রতি তপন রাধাগোবিন্দ মন্দিরের পাশে রিজার্ভার খতিয়ে দেখেন। তিনি বলেন, ২০২৫ সালের মধ্যে ব্লকের ৫০ হাজার বাড়িতে পানীয় জল পরিষেবা পৌঁছে দেওয়া হবে। ইতিমধ্যেই ১৩ হাজার বাড়িতে সংযোগ দেওয়া হয়েছে। রিজার্ভারগুলি ঠিকঠাক কাজ করছে কি না, তা পরীক্ষা শুরু হয়েছে। প্রথমে মনোহলি রিজার্ভারে এরপর সমস্ত রিজার্ভারগুলিতে জল পাঠিয়ে প্রতিটি বাড়িতে পরিষেবা দেওয়া হবে। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)