• পুজোর পর দঃ দিনাজপুরে বাড়ছে প্রকোপ, দু’সপ্তাহে ডেঙ্গু আক্রান্ত শতাধিক
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, পতিরাম: পুজোর পর দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। গত দু’সপ্তাহে প্রায় শতাধিক ডেঙ্গু আক্রান্তের হদিশ মিলেছে। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন।

    স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, চলতি বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৫৯০ ছুঁয়েছে। জেলার আটটি ব্লকের মধ্যে বেশি আক্রান্ত বালুরঘাট ব্লকে। ইতিমধ্যে ব্লকের চিঙ্গিসপুর ও অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের বেশকিছু গ্রামকে চিহ্নিত করেছে স্বাস্থ্য দপ্তর। সেখানে বিশেষ নজর দেওয়া হচ্ছে। প্রতিদিন একটি টিম এলাকা পরিদর্শন করছে।

    নতুন করে ডেঙ্গু আক্রান্ত হওয়ার ঘটনা বাড়তে থাকায় শুক্রবার সন্ধ্যায় বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাস। 

    স্বাস্থ্য দপ্তরের দাবি, গতবারের থেকে এবছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অনেকটাই কমেছে। গতবার এই সময় ডেঙ্গু আক্রান্ত এক হাজার পেরিয়ে গিয়েছিল। তবে এবার ছ’শোর নীচেই রয়েছে। পরীক্ষার সংখ্যা বাড়ানো হয়েছে। পজিটিভ  মাত্র ২.১৭ শতাংশ। তবে আরও দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ বলে মনে করছে প্রশাসন। তাই বাড়তি নজরদারির নির্দেশ দিয়েছেন জেলাশাসক। 

    বিজিন কৃষ্ণা বলেন, পুজোর পর প্রায় শতাধিক ডেঙ্গু আক্রান্তের খোঁজ মিলেছে। বেশকিছু গ্রামে বিশেষ নজর দেওয়া হয়েছে। ডেঙ্গুর সময় পার হয়ে যায়নি। তাই আগামী দুই সপ্তাহ খুব গুরুত্বপূর্ণ।

    মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুদীপ দাসের কথায়, এবছর জেলায় ডেঙ্গু আক্রান্ত ৫৯০ জন। বালুরঘাট ব্লকেই আক্রান্তের সংখ্যা বেশি। জ্বর হলেই স্বাস্থ্যকেন্দ্রে যেতে বলা হচ্ছে। হাসপাতালে ১৪ জনের চিকিৎসা চলছে। মৃত্যুর খবর নেই। 

    স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, পুজোর দু’সপ্তাহে আক্রান্তের সংখ্যা প্রায় শতাধিক। বালুরঘাট ব্লকে ১৭৩ জন আক্রান্ত। রামকৃষ্ণপুর, কামারপাড়া, দুর্লভপুর সহ বিভিন্ন গ্রামে এক জায়গায় অনেক ডেঙ্গু আক্রান্তের খবর মিলেছে। তাই ওই গ্রামগুলিতে নজর রাখছে স্বাস্থ্যদপ্তর ও প্রশাসন। ওই গ্রামগুলিতে স্বচ্ছতা অভিযানের পাশাপাশি মশার লার্ভা সংগ্রহ, মশা নিরোধক স্প্রে সহ বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতবছর মোট ২৫ হাজার পরীক্ষা করা হয়েছিল। এবছর সেটা ২৭ হাজার পেরিয়ে গিয়েছে। মোটের উপর এবছর ডেঙ্গু নিয়ে অনেকটাই স্বস্তিতে স্বাস্থ্য দপ্তর।
  • Link to this news (বর্তমান)