• দেব দীপাবলি উপলক্ষ্যে ১৫ হাজার প্রদীপে সাজবে বাবুঘাটের গঙ্গাপাড়
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গত বছরের মতো এবারও বাবুঘাটের বাজেকদমতলা ঘাটে পালিত হবে দেব দীপাবলি। নিয়মিত গঙ্গা আরতি হয় যে জায়গায়, সেই চত্বর সেজে উঠবে প্রায় ১৫ হাজার প্রদীপে। গতবার বিপুল দর্শক সমাগম হয়েছিল এখানকার দেব দীপাবলি চাক্ষুষ করার জন্য। সেই কথা মাথায় রেখে এ বছর ঘাটে বড় এলইডি স্ক্রিন লাগানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে কিছুটা দূরে থেকেও দর্শনার্থীরা স্বচ্ছন্দে সুদৃশ্য আলোকোজ্জ্বল মুহূর্তের সাক্ষী হতে পারবেন। 

    এবছর কার্তিক পূর্ণিমা পড়ছে ১৫ নভেম্বর। সেদিন থেকে ১৯ নভেম্বর পর্যন্ত চলবে দেব দীপাবলির উদযাপন। বারাণসীর কাশী বিশ্বনাথ মন্দির ও আশপাশের গঙ্গার ঘাটগুলিতে লক্ষ-লক্ষ প্রদীপ জ্বেলে পালিত হয় এই উৎসব। সেই দৃশ্য উপভোগ করতে দেশ ও বিদেশের বহু মানুষ হাজির হন সেখানে। সেই আদলেই গত বছর থেকে কলকাতার বাবুঘাট চত্বর কয়েক হাজার প্রদীপ দিয়ে সাজিয়ে দেব দীপাবলি পালন করা হচ্ছে। এ বছর গঙ্গার পাড়ের ওই এলাকাই সেজে উঠবে ১৫ হাজার প্রদীপ ও চোখ ধাঁধানো আলোকসজ্জায়। 

    কলকাতা পুরসভা ও একটি বেসরকারি ট্রাস্টের এই যৌথ প্রয়াস প্রথম বছরেই দর্শনার্থীদের ব্যাপক সমাদর পেয়েছিল। পরিস্থিতি এমন হয়েছিল যে, সমস্ত দর্শকের বসার পর্যাপ্ত ব্যবস্থাও করা যায়নি। পরে তড়িঘড়ি সেই ব্যবস্থা করতে হয়। পুরসভা সূত্রে জানা গিয়েছে, এবার তাই ভিড় সামলাতে দু’হাজারের বেশি আসন রাখা হচ্ছে। গত বছর গোটা কর্মকাণ্ডে খরচ হয়েছিল প্রায় ১২ লক্ষ টাকা। এ বছর আয়োজনের বহর অনেকটাই বাড়ছে। ফলে সেই অনুপাতে খরচও বাড়বে বলে জানাচ্ছেন সংশ্লিষ্ট আধিকারিকরা। 

    প্রসঙ্গত, কার্তিক পূর্ণিমার দিন দেশজুড়ে পালিত হয় দেব দীপাবলি। এতদিন মূলত হিন্দি বলয়ের রাজ্যগুলিতে এই অনুষ্ঠান দেখা যেত। প্রচলিত আছে, আধ্যাত্মিক শক্তির উপাসনার শেষ মাস হল কার্তিক। এই কার্তিক পূর্ণিমাতেই শিব অর্ধনারীশ্বর রূপে ত্রিপুরাসুরকে বধ করেছিলেন। তাই অনেকে দিনটিকে শিব দীপাবলি হিসেবেও পালন করে। কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং বলেন, ‘গতবারের ভুলত্রুটি শুধরে এবার আরও নিখুঁতভাবে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। প্রথমবারের আয়োজনে দর্শকদের ভিড় দেখে আমরা আপ্লুত হয়েছিলাম। গত বছর বহু বিদেশি দর্শকও এসেছিলেন। তাই এবার আরও সুষ্ঠু ব্যবস্থাপনার চেষ্টা করছি আমরা।’ 
  • Link to this news (বর্তমান)