• সপ্তমুখী সেতুর গর্ত দিয়ে টপটপ করে পড়ছে জল, ঘটছে দুর্ঘটনা
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: খানাখন্দে ভরেছে পাথরপ্রতিমার সপ্তমুখী নদীর সেতু। বর্তমানে সেতুর উপরে ছোট ও বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। সেতুর বহু জায়গায় ঢালাইয়ের উপরের অংশ উঠে গিয়েছে। এমনকী স্টোনচিপও উঠে গিয়েছে। এলাকাবাসীদের অভিযোগ, এক পশলা বৃষ্টি হলে সেতুর উপরের জল গর্ত দিয়ে নীচে টপটপ করে পড়তে থাকে। এখনই এই সেতুর মেরামত করা না হলে আগামী দিনে পরিস্থিতি পুরো বেহাল হয়ে দাঁড়াবে। সেতুটির দিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে তাঁরা আবেদনও জানিয়েছেন।

    এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা জয়দেব দাস বলেন, কাকদ্বীপের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে পাথরপ্রতিমার বাসিন্দাদের কাছে এই সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পাথরপ্রতিমা থেকে কলকাতায় যাওয়ার বহু বাস এই সেতুর উপর দিয়েই যাতায়াত করে। রোজ এই সেতুর উপর দিয়ে কয়েক হাজার মানুষ সহ বহু গাড়িও চলাচল করে। কিন্তু বর্তমানে সেতুটি খানাখন্দে ভরেছে। বহু জায়গায় কংক্রিটের ঢালাইয়ের উপরের অংশ উঠে গিয়েছে। প্রায়ই সেতুর উপরে ছোটখাট দুর্ঘটনা ঘটে চলেছে। বিশেষত চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা স্টোনচিপের কারণে মোটরসাইকেল পিছলে পড়ে যাচ্ছে। খানাখন্দে পড়ে গিয়ে টোটোও অনেক সময় উল্টে যাচ্ছে। এখনই সেতুটির সংস্কার করার প্রয়োজন রয়েছে। তিনি আরও বলেন, দু’বছর আগে সেতুটি মেরামত করা হয়েছিল। কিন্তু তখন ঠিকঠাক কাজ করা হয়নি। যে কারণে ফের এই পরিস্থিতি হয়েছে। সঠিক রক্ষণাবেক্ষণের অভাবেই এই ঘটনা ঘটছে। পাথরপ্রতিমার বিধায়ক সমীরকুমার জানা বলেন, অতীতে একবার সেতুটিতে সমস্যা তৈরি হয়েছিল। তখন এর মেরামতও করা হয়েছিল। বর্তমান ফের কোনও সমস্যা হলে খোঁজ নিয়ে দেখছি। সত্যিই যদি সমস্যা হয়ে থাকে, তাহলে শীঘ্রই সেতুটি মেরামত করার প্রস্তুতি নেওয়া হবে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)