• গভীর রাতে হলদিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনা, নিহত ৪
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৪
  • শনিবার গভীর রাতে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে তমলুক থানার ভান্ডারবেড়িয়া এলাকায় হলদিয়া মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কে। দিঘাগামী প্রাইভেট গাড়ির ধাক্কায় নিহত একাধিক সাইকেল আরোহী। ঘটনায় আহত এক।

    স্থানীয়দের দাবি, মধ্যরাতে দুর্ঘটনার জেরে ৪ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় জখম এক। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। দুর্ঘটনার জেরে জখম ব্যক্তিদের চিকিৎসা চলছে তমলুক জেলা হাসপাতালে।

    কীভাবে ঘটে মর্মান্তিক এই দুর্ঘটনা ?

    প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটে তমলুকের ভান্ডারবেড়িয়া এলাকায়। তারা জানান, মেচেদার দিক থেকে দিঘাগামী একটি প্রাইভেট গাড়ি হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ভান্ডারবেড়িয়ার কাছে পর পর তিনজন সাইকেল আরোহীকে ধাক্কা মারে। গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ধাক্কা মারে একটি গাছেও। তারপরই প্রাইভেট গাড়িটি উল্টে যায় নয়ানজুলিতে। গাড়ির গতিবেগ এতই বেশি ছিল, যার জেরে দুর্ঘটনার পর গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

    দুর্ঘটনার জেরে মৃত্যু হয় দুই সাইকেল আরোহীর এবং দুর্ঘটনাগ্রস্ত গাড়ির দু’জন আরোহীর। মৃতদের মধ্যে একজন মহিলাও রয়েছে। তবে প্রাইভেট গাড়ির নিহত এবং আহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে চলছে তদন্ত। তদন্তে পুলিশ সাইকেল আরোহী নিহত দুজনের পরিচয় জানতে পেরেছে। নিহত দুই সাইকেল আরোহীর নাম – রাজেন্দ্র সামন্ত, প্রশান্ত রায়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)