• প্রসন্নর আরও ১৬৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৪
  • স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-সি, এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগ মামলায় বড় পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। এসএসসি দুর্নীতি মামলায় ”মিডলম্যান” প্রসন্ন কুমার রায়ের ১৬৩.২০ কোটি টাকা বাজেয়াপ্ত করল ইডি। শনিবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির অফিশিয়াল এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানানো হয়েছে, বিপুল এই সম্পত্তির সবটাই ”মিডলম্যান” প্রসন্ন রায়ের। ইডির তথ্য অনুযায়ী, নিয়োগ দুর্নীতির ”মিডলম্যান” প্রসন্ন রায়ের ও তাঁর স্ত্রীর নামে বিপুল সম্পত্তি ছিল। এমনকি ইডির তদন্তে একাধিক রিসোর্ট এবং হোটেলেরও খোঁজ পাওয়া গিয়েছে। সেই সমস্ত কিছুই বাজেয়াপ্ত করা হয়েছে।

    যদিও ইডি যে সম্পত্তি বাজেয়াপ্ত করেছে তা প্রসন্ন ও তাঁর স্ত্রীর নামে হলেও ইডির তদন্তে উঠে এসেছে এই দুর্নীতিতে জড়িত আরও একটি সংস্থার নাম। শ্রী দুর্গা ডিলকম প্রাইভেট লিমিটেড নামক এই সংস্থার নামেও ব্যাপক পরিমাণে সম্পত্তির হদিশ মিলেছে এবং এই সমস্ত সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। ইডির রিপোর্ট অনুযায়ী, এই বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা প্রসন্নই ছিলেন। শনিবার ইডির প্রকাশিত তথ্য অনুযায়ী এসএসসি–র গ্রুপ ডি, এবং গ্রুপ সি–এর নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত কর মোট অর্থ ও সম্পত্তির পরিমাণ ৫৪৪ কোটি ৮০ লক্ষ টাকা।

    এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইডি পার্থ চ্যাটার্জীকে প্রথম গ্রেপ্তার করে। এরপর এই মামলার ”মিডলম্যান” প্রসন্ন কুমারকে গ্রেপ্তার করে ইডি। বর্তমানে তিনি জেলে আছেন। প্রথমে ২৬ কোটি ১ লক্ষ ৮৯ হাজার ৬৭২ টাকার হদিশ পায়। তাঁর এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎসের কথা জানতে চাইলে প্রসন্ন দাবি করে, তাঁর আয়ের উৎস চাষ।
    ইডি প্রসন্ন ও নিকটজনদের মোট ২৫০টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পেয়েছে। সেই অ্যাকাউন্টগুলিতে ৭২ কোটি টাকার লেনদেন করা হয়েছে। এরপর পাঁচের পৃষ্ঠায়
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)