• রাজ্যে স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু
    দৈনিক স্টেটসম্যান | ২৭ অক্টোবর ২০২৪
  • আরজি করের ঘটনার পর রাজ্যের প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে জেলা হাসপাতালগুলির খোলনলচে বদলাতে তৎপর রাজ্য সরকার। চিকিৎসকদের পরামর্শ কক্ষ, অপারেশন থিয়েটার, বিশ্রাম কক্ষ থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্রে আসা বিভিন্ন বয়সের মানুষের সুযোগ সুবিধের উপরও বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে। ষোড়শ অর্থ কমিশনের স্বাস্থ্য খাতে আর্থিক অনুদান পেতে এবার ন্যাশনাল হেল্থ মিশনের সঙ্গে যুক্ত জেলাশাসকদের পরিকাঠামোভিত্তিক বাজেট প্রস্তাব তৈরির নির্দেশ দিল নবান্ন।

    স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামোগত উন্নয়নের কাজ শুরু করেছে রাজ্য সরকার। শহরের পাশাপাশি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে জেলা হাসপাতালের চিকিৎসকদের নানা সুযোগ সুবিধে দিতে কনসালটেশন রুম, বিশ্রাম কক্ষ, অপারেশন থিয়েটার, লিফট, শৌচালয় তৈরি করা ছাড়াও হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে আসা প্রতিবন্ধী ও প্রবীন মানুষদের জন্য উপযুক্ত র‍্যাম্প ও অন্যান্য সুবিধার জন্য সুনির্দিষ্ট প্রস্তাব পাঠাতে বলা হয়েছে জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের। কমিউনিটি হেল্থ সেন্টারের পাশাপাশি সেন্ট্রাল রেফারেল ইউনিটের পরিকাঠামো তৈরির জন্যও প্রস্তাব দিতে বলা হয়েছে জেলাশাসক ও জেলার স্বাস্থ্য আধিকারিকদের। এই ধরনের স্বাস্থ্য কেন্দ্রগুলিতে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা চালু রাখতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্য সহায়কদের জন্য কোয়ার্টার তৈরির বাজেট সহ বিস্তারিত রিপোর্ট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।

    হাসপাতালে মেডিক্যাল অফিসার বা বিশেষজ্ঞ চিকিৎসকদের বসার উপযুক্ত ব্যবস্থা করার নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। মহকুমা থেকে জেলা হাসাপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে। জেলা ও মহকুমা হাসাপাতালে মা ও শিশুদের চিকিৎসার পরিকাঠামো বিশেষ করে সদ্যজাত শিশুদের জন্য ক্রিটিক্যাল কেয়ার ইউনিট তৈরির কথা বলা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)