আরজি করের নির্যাতিতার মা-বাবার সঙ্গে কি দেখা করবেন শাহ?
এই সময় | ২৭ অক্টোবর ২০২৪
মণিপুস্পক সেনগুপ্ত
শনিবার রাতেই রাজ্যে পৌঁছে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, রবিবার কল্যাণীতে একটি সরকারি এবং কলকাতায় একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে তাঁর। তবে সবার নজর অবশ্য অন্যদিকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি দেখা করবেন আরজি করের নির্যাতিতার বাবা-মা’র সঙ্গে? কারণ, কিছুদিন আগেই শাহকে চিঠি লিখে তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা।
শনিবার গভীর রাত পর্যন্ত বিষয়টি চূড়ান্ত না হলেও বিজেপির অন্দরের খবর, রাজারহাটের যে হোটেলে তিনি উঠেছেন, সেখানেই রবিবার দুপুরে এই সাক্ষাৎ পর্বটি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে শাহের যে সফরসূচি প্রকাশ করা হয়েছে তাতে এরকম কোনও সাক্ষাৎ সূচির উল্লেখ নেই। বঙ্গ-বিজেপি নেতাদের বক্তব্য, ব্যক্তিগত স্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কোনও সাক্ষাৎ কর্মসূচির কথা সরকারি নোটিসে থাকে না।শনিবার রাতে দমদম বিমানবন্দরে অবতরণ করে শাহের বিমান। সেখান থেকে রাজারহাটের হোটেলে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রবিবার সকালে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিতে হেলিকপ্টারে কল্যাণী যাবেন তিনি। দুপুরে ফের কলকাতার হোটেলে ফিরে মধ্যাহ্নভোজন সেরে সল্টলেকের ইজেডসিসি প্রেক্ষাগৃহে বিজেপির ‘সদস্য সংগ্রহ অভিযান’ কর্মসূচিতে যোগ দেওয়ার কথা তাঁর। বিকেলে সেখান থেকেই কলকাতা বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন তিনি।
সেখান থেকে সোজা দিল্লি। ফলে আরজি করের নির্যাতিতার পরিবারের সঙ্গে শাহের দেখা হওয়ার সুযোগ থাকছে শুধু দুপুরে রাজারহাটের ওই হোটেলে। নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করার আর্জি জানিয়ে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখেছিলেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক অগ্নিমিত্রা পলও। এমনকী, তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদ কুণাল ঘোষও মনে করছেন, নির্যাতিতার পরিবারকে সময় দেওয়া উচিত অমিত শাহের।