সংবাদাদাতা, জলপাইগুড়ি: বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। আজ, রবিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ির ভোটপট্টি এলাকায়। আক্রান্ত ওই বধূ তাঁর স্বামীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, রবিবার সকালে স্বামীকে ঘুম থেকে ডাকতে যান ওই বধূ। কিন্তু হঠাৎই তাঁর স্বামী আক্রমণাত্মক হয়ে ওঠনে। ঘরের বাইরে থাকা একটি বাঁশ দিয়ে স্ত্রীকে বেধড়ক মারধর শুরু করেন। বধূর চিৎকার শুনে ছুটে আসেন আশপাশের প্রতিবেশীরা। তাঁদের তৎপরতায় রক্ষা পান ওই বধূ। তবে ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। এরপরই বধূটি তাঁর স্বামীর বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে ময়নাগুড়ি থানার পুলিস। তবে অভিযুক্ত ওই স্বামী সব অভিযোগ অস্বীকার করেছেন।