• রবিবারও আকাশ মেঘাচ্ছন্ন, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও
    বর্তমান | ২৭ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে আবহাওয়ার উন্নতি হলেও বৃষ্টি কিন্তু এখনও শহরের পিছু ছাড়ল না। রবিবারও শহরের কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিৱ সকালের দিকে অবশ্য আকাশ ছিল আংশিক মেঘলা। বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অবশ্য রোদ চড়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাস মোতাবেক আজ, রবিবার শহরের কোনও কোনও অংশে হালকা বৃষ্টিপাত হতে পারে।


    হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার কলকাতা ছাড়াও হালকা থেকে মাঝারি বৃষ্টির সাক্ষী থাকতে পারে পশ্চিম বর্ধমান জেলার কিছু অংশ। এছাড়াও, অন্য জেলাগুলোতে বিক্ষিপ্ত ভাবে আংশিক বৃষ্টিপাত হতে পারে।


    অন্যদিকে, রবিবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি ও সর্বনিম্ন তাপমাত্রা হতে চলেছে ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। যা কিনা সর্বোচ্চ তাপমাত্রার বিচারে আগের দিনের তুলনায় সামান্য বেশি। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস।  
  • Link to this news (বর্তমান)