বেআইনি পার্কিং ঠেকাতে দ্বিগুণ করে দিন জরিমানা, পুরসভার মিটিংয়ে নয়া সুপারিশ
হিন্দুস্তান টাইমস | ২৭ অক্টোবর ২০২৪
এবার বেআইনি পার্কিং ঠেকাতে আরও কড়া পদক্ষেপ নেওয়ার পথে যাচ্ছে কলকাতা পুরসভা। এমনকী বেআইনি পার্কিং রুখতে এবার দ্বিগুণ জরিমানা করার কথাও ভাবা হচ্ছে।
সূত্রের খবর, বুধবার রাতে বড়বাজার থানা এলাকার টেরিটি বাজারে আগু লাগে। কিন্তু বেআইনি পার্কিংয়ের জেরে সেই আগুন নেভাতে গিয়ে সমস্যায় পড়তে হয় দমকলকে। বিষয়টি বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কানে যায়। এরপর তিনি এনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বেআইনি পার্কিং ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া, বাসিন্দাদের সচেতন করার উপর জোর দেন তিনি। কলকাতা পুরসভা ও পুলিশকে তিনি এনিয়ে বার্তা দিয়েছেন।
এদিকে মূলত রাতের বেআইনি পার্কিং নিয়ে উদ্বেগ ছড়াচ্ছে। রাস্তার ধারে যে যেমন পারেন গাড়ি দাঁড় করিয়ে চলে যান। পুর কমিশনার ধবল জৈন শনিবার আধিকারিকদের সঙ্গে এনিয়ে বৈঠক করেন। অফিসারদের একাংশ সেই মিটিংয়ে জানিয়েছেন, বেআইনি পার্কিং রুখতে জরিমানা দ্বিগুণ করলে ফল মিলতে পারে। কারণ বর্তমানে বেআইনি জায়গায় পার্কিং করলে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সেই জরিমানার পরিমান দ্বিগুণ করে দিলে সমস্যা কিছুটা মিটবে। কারণ মোটা টাকা জরিমানা হতে পারে এই আশঙ্কায় অনেকে আর এখানে ওখানে গাড়ি রেখে যাবেন না।
এদিকে কলকাতা শহরের একাধিক জায়গায় পার্কিং লট রয়েছে। সেখানে গাড়ি না রেখে অন্যত্র গাড়ি রাখা হলে গাড়ির মালিকের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে। সেই সঙ্গে সমস্যা মেটানোর জন্য কলকাতা শহরে পার্কিং লটের সংখ্য়া আরও বৃদ্ধি করার ব্যাপারে চিন্তাভাবনা করা হচ্ছে।