• ড্রেজিং না করার ফলেই কলকাতায় নদী পাড় ভাঙছে, বন্দরের কাঁধেই দায় ঠেললেন মেয়র
    হিন্দুস্তান টাইমস | ২৭ অক্টোবর ২০২৪
  • [[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[দীর্ঘদিন ধরেই কলকাতার অনেকাংশে ভাঙছে নদী পাড়। তার মধ্যে রয়েছে নিমতলা ঘাট। এছাড়াও, গঙ্গার ধারে একাধিক ছোট ছোট ঘাটে অনেকদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে ভাঙন দেখা যাচ্ছে। তা নিয়ে বরাবরই কলকাতা বন্দর কর্তৃপক্ষকে সতর্ক করেছে কলকাতা পুরসভা। এবার এই ভাঙন নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। একইসঙ্গে ভাঙন রুখতে কী কী পদক্ষেপ করা হচ্ছে সে বিষয়টিও জানান তিনি। 


    শনিবার ফিরহাদ হাকিম বলেন, ‘গঙ্গা ঘাট ভাঙন খুবই চিন্তার বিষয়। আমি বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এবিষয়ে কথা বলেছি। কীভাবে এই ভাঙন রোধ করা যায় তা দেখতে বলেছি। এনিয়ে তাদের আলাদা বিভাগ আছে।’ ফিরহাদ মনে করেন, দীর্ঘদিন ধরে ড্রেজিং না হওয়ার কারণেই এই ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই হাওড়ার দিকে পলি জমে যাচ্ছে। দীর্ঘদিন ধরে ড্রেজিং করা হচ্ছে না। তার ফলে ভাঙনের সমস্যা দেখা দিচ্ছে।’

    উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন জেলায় বিশেষ করে মালদা এবং মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন একটি বড় সমস্যা। এরফলে বিঘের পর বিঘে জমি, বাড়ি ঘর গঙ্গার গ্রাসে চলে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ কেন্দ্র বা রাজ্য সরকার কেউই স্থায়ীভাবে সমাধান করছে না। বাড়িঘর, জমি, জায়গা গঙ্গা গ্রাস করে নেওয়ায় পথে বসেছেন বহু মানুষ। তবে কলকাতায় সেরকম অবস্থা না-হলেও ভাঙছে গঙ্গা পাড়। সেক্ষেত্রে এখন থেকেই ব্যবস্থা না নিলে আগামী দিনে বড় বিপদের মুখে পড়তে পারেন কলকাতাবাসী। প্রসঙ্গত, এর আগে বন্দর, পুরসভা, নৌ-সেনা মিলিতভাবে গঙ্গা পরিদর্শন করে ভাঙন রুখতে গঙ্গাপাড়ে ম্যানগ্রোভ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল । কিন্তু, তারপরে সেই উদ্যোগ আর এগোয়নি । 

    এদিন মেয়র বলেন, ‘হাওড়া থেকে দীর্ঘদিন ধরে পলি জমার ফলে গঙ্গার জলে চাপ পড়ছে কলকাতার দিকে। তার ফলে জলের চাপে গঙ্গা ঘাট ভেঙে যাচ্ছে। যদি ড্রেজিং করে দেওয়া হয় তাহলে কলকাতার দিকে জলের চাপ কম থাকবে। এর ফলে ভাঙন রোধ করা সম্ভব হবে। এটা একটা বড় সমস্যা। আমাদের সবাই কে সমাধান করতে হবে।’

     এদিকে, মেট্রোর কাজে গাছ কাটার প্রসঙ্গে মেয়র বলেন,  ‘মেট্রোর সঙ্গে আমি কথা বলে বলেছিলাম যে গাছ যদি বাঁচানো যায়। কারণ কলকাতায় বাতাসের গুণগতমান শীতের সময় এবং গরমের দিকে বৃষ্টি না হওয়া পর্যন্ত খুব খারাপ থাকে । তবে এই গাছগুলি আমাদের বাঁচায়। সেখানে এতগুলি গাছ কেটে দেওয়া হলে হয়তো মেট্রো রেল চলতে পারবে তাড়াতাড়ি। কিন্তু, নিঃশ্বাস নিতে পারবো না। ফুসফুসের অসুখ নিয়ে মেট্রো রেলে চড়তে হবে। সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাই।’
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)