• কালীপুজোতে কলকাতায় বৃষ্টি, নতুন সপ্তাহে কেমন থাকছে বাংলার সূব জেলার আবহাওয়া?
    আজ তক | ২৮ অক্টোবর ২০২৪
  • ঘর্ণিঝড় দানাকে নিয়ে আশঙ্কায় কেটেছে  গত কয়েকদিন। এদিকে সামনেই কালীপুজো, ভাইফোঁটা। এই সময়ে কেমন থাকবে বাংলার আবহাওয়া, তাই নিয়েই এখন সবার চিন্তা। চলুন জেনে নেওয়া যাক কালীপুজোর সপ্তাহে কেমন থাকতে চলেছে বাংলার আবহাওয়া।

    অক্টোবরের শেষ সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস
    দক্ষিণবঙ্গের সব জেলার কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি জারি থাকবে সোমবার ২৮ অক্টোবর। এদিকে উত্তরবঙ্গে ২৮ অক্টোবর বৃষ্টি কমবে। কিন্তু পরে ফের তা বাড়বে জেলায় জেলায়। ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ২ নভেম্বর শুধুমাত্র উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হলকা বষ্টির ক্ষীণ সম্ভাবনা আছে।  এদিকে ২৮ অক্টোবর উত্তরবঙ্গর দুই পাহাড়ি জেলায় বৃষ্টি হতে পারে। এরপর ২৯ এবং ৩০ অক্টোবর উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রপাত কিংবা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। এরপর ৩১ অক্টোবর উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে। এরপর ১ ও ২ নভেম্বর শুধুমাত্র দুই পাহাড়ি জেলাতেই বৃষ্টি হতে পারে।    

    কালীপুজোতে বৃষ্টির পূর্বাভাস
    কালীপুজোতেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বৃহস্পতিবার কালীপুজো। ওই দিন উত্তরবঙ্গের জেলাগুলির কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে কোথাও ভারী বৃষ্টির সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভিজতে পারে দু’একটি জায়গা। তবে আবহাওয়া মোটের উপর মনোরম থাকবে বলেই মনে করা হচ্ছে। 
  • Link to this news (আজ তক)