সিভিক ভলান্টিয়ারদের নিয়ে বড় আপডেট, যে সিদ্ধান্ত নিল লালবাজার
আজ তক | ২৮ অক্টোবর ২০২৪
আরজি করে তরুণী ডাক্তারকে ধর্ষণ ও খুনে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সিভিক ভলান্টিয়ারদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। এই আবহে সিভিকদের নিয়ে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। কলকাতা পুলিশে কর্মরত সিভিক ভলান্টিয়ারদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ২১ দিনের নন-রেসিডেনসিয়াল প্রশিক্ষণ দেবে কলকাতা পুলিশ।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে প্রশিক্ষণ শিবির। প্রথম দফায় পুলিশ ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ দেওয়া হবে ১৬০ জন সিভিক ভলান্টিয়ারকে। একাধিক ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম দিনে থাকবে দুটি ক্লাস। প্রথম ক্লাস ইন্ডোর ট্রেনি। দেওয়া হবে আইনের পাঠ। দ্বিতীয় ক্লাস মাঠে। পিটি, শারীরিক প্রশিক্ষণ এবং প্যারেড করানো হবে সিভিক ভলান্টিয়ারদের। কলকাতার পুলিশ ট্রেনিং স্কুলে ২১ দিন ধরে চলবে প্রশিক্ষণ।
কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (হেড কোয়াটার) মীরাজ খলিদ জানিয়েছেন,'ট্রাফিক ঠিক রাখতে পুলিশ কর্মীদের সাহায্য করেন সিভিক ভলান্টিয়ার। ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া অন্যান্য বিষয়ে সিভিক ভলান্টিয়ারদের অন্যান্য বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন- কীভাবে সাধারণ মানুষের সঙ্গে ব্যবহার করতে হবে, বিশেষ করে প্রতিকূল পরিস্থিতি সামলানোর শিক্ষা দেওয়া হবে সিভিকদের'।
আরজি কর-কাণ্ডে মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। ওই মামলার শুনানিতে সপ্তাহ দুয়েক আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে,হাসপাতাল ও স্কুলের মতো জায়গায় যাতে সিভিক ভলান্টিয়ার না থাকে, সেটা নিশ্চিত করতে হবে রাজ্যকে। সরকার পক্ষের আইনজীবী দাবি করেছিলেন, অভিযুক্ত সঞ্জয় রায় পুলিশের প্রশাসনিক অর্ডারের অধীনে নিযুক্ত হয়েছিল। তাকে হাসপাতালে পোস্টিং দেওয়া হয়নি। হাসপাতালের নিরাপত্তায় নিযুক্ত ছিল না'। বিচারপতি জানতে চেয়েছিলেন, ঠিক কোন আইনের ভিত্তিতে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করা হয়, তাঁদের কী ভেরিফিকেশন করা হয়, নূন্যতম যোগ্যতা, কোথায় ট্রেনিং হয় এবং বেতন কোন ভিত্তিতে- দৈনিক না মাসিক ভিত্তিতে করা হয় সব জানাতে হবে।