• মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ, সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য
    দৈনিক স্টেটসম্যান | ২৮ অক্টোবর ২০২৪
  • মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ সামনে আসতেই তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করল সিপিআইএম। রবিবার এক মহিলা সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লাইভ করে জানান, সিপিএম নেতা তন্ময় তাঁকে হেনস্থা করেছেন। তিনি লাইভে বলেন, ‘চার বছর ধরে সাংবাদিকতা করছি কিন্তু এত খারাপ অভিজ্ঞতা আমার কখনও হয়নি। আসলে পোটেনশিয়াল রেপিস্ট এরাই। এদের চিনে রাখা দরকার।’ যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। মহিলা সাংবাদিকের পোস্টটি শেয়ার করে ধিক্কার জানিয়েছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। এই ঘটনায় সিপিআইএম কোনও পদক্ষেপ করে কি না সেই নিয়ে প্রশ্ন তুলেছিলেন ওই মহিলা সাংবাদিক। এবার তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করে ঘটনার নিন্দা জানাল সিপিআইএম।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)