• ‘রাজনৈতিক সংসর্গেই অন্ধগলিতে জুনিয়র ডাক্তারদের আন্দোলন’, মন্তব্য সাংসদ অভিজিতের
    প্রতিদিন | ২৮ অক্টোবর ২০২৪
  • রমেন দাস: সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর পর এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে মুখ খুললেন তমলুকের বিজেপি সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রবিবার সল্টলেকের ইজেডসিসি অডিটোরিয়ামে বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচিতে অংশ নেন তিনি। অনুষ্ঠান শেষে ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল’-এর মুখোমুখি হন প্রাক্তন বিচারপতি। জুনিয়র চিকিৎসকদের আন্দোলন নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে কিছুটা আক্ষেপের সুরেই বলেন, ”ডাক্তারদের আন্দোলন স্বতঃস্ফূর্ত ছিল। কিন্তু পরে রাজনৈতিক নেতাদের প্রায় প্রত্যক্ষ যোগ দেখা দেয়। এই আন্দোলনকে ওভাবে চ্যানেলাইজ করা উচিত হয়নি। এটা রাজনৈতিক আন্দোলন হওয়ায় তা অন্ধগলিতে ঢুকে পড়ল।”

    রবিবার সকালেই জুনিয়র ডাক্তারদের আন্দোলন নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তাঁর কথায়, “চিকিৎসকদের আলাদা ফ্রন্ট তৈরি করেছে তৃণমূল। কিছু বাম এবং অতি বাম এদের আন্দোলনকে বিপথে চালিত করছে। যেভাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, অগ্নিমিত্রা পলকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হয়েছে, তাতে সমগ্র মানুষের আন্দোলন থেকে বিচ্যুতি ঘটেছে। অনিকেত মাহাতোরা ভুগছেন। বাম এবং অতি বামদের জন্য এই আন্দোলনের অপমৃত্যু হয়েছে।” সুকান্তর দাবি, জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠন জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন বকলমে তৃণমূলেরই। তাঁদের এসব বক্তব্যের অবশ্য বিরোধিতা করেছেন দেবাশিস হালদাররা। চিকিৎসকদের আন্দোলনকে রাজনীতির ছোঁয়াচ থেকে বাঁচিয়ে রেখেছিলেন বলে পালটা দাবি তাঁদের।

    প্রায় একই সুর শোনা গেল অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলায়। জুনিয়র ডাক্তারদের অবস্থান বিক্ষোভে যাওয়ায় একবার তাঁকে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়েছিল। সেই বিষয়টি এড়িয়ে গিয়ে তাঁর বক্তব্য, ”আন্দোলনে রাজনৈতিক পথে চালিত হয়েছে, তা উচিত হয়নি। এখন এরা কী করবে, তা নিজেরাই জানে না।” দলের নেতাদের এহেন বক্তব্যের সঙ্গে অবশ্য ভিন্নমত দিলীপ ঘোষের। তিনি বললেন, ”অরাজনৈতিক আন্দোলনে কোনো পরিবর্তন হয় না, আগেই বলেছিলাম। এতেও তাই হয়েছে। আর তাছাড়া ডাক্তারদের এই আন্দোলনে আসলে কি নির্যাতিতার পরিবার সুবিচার পেল? তাঁদের কী হল? সেটাও ভাবার বিষয়।”
  • Link to this news (প্রতিদিন)