• পিচাই প্রশংসা করেছেন, দাবি ডনের
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৪
  • এই সময়: বার্গার, আলুভাজা ক্রমশ যেন আরও বেশি করে জড়িয়ে যাচ্ছে ইউএস-প্রেসিডেন্ট নির্বাচনে! নেটিজেনরা তাঁর সম্পর্কে তথ্য পেতে চাইছেন, সে জন্য তাঁরা গুগল ঘাঁটছেন, অথচ সেই সার্চ ইঞ্জিন উদ্দেশ্যপ্রণোদিত ভাবে তাঁর সম্পর্কে তথ্য আটকে দিচ্ছে— এমন অভিযোগ এনেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে প্রাক্তন ইউএস-প্রেসিডেন্ট এবং আগামী প্রেসিডেন্ট নির্বাচনেও রিপাবলিকান প্রার্থী ট্রাম্প এ বার জানাচ্ছেন, গুগলের সিইও সুন্দর পিচাই ফোন করে প্রশংসা করেছেন তাঁর।সম্প্রতি ট্রাম্প পেনসিলভানিয়ায় ম্যাকডোনাল্ডস ফুড চেনের একটি আউটলেটে যান এবং সেখানে ১৫ মিনিট তিনি কাজ করেন আর পিচাইয়ের প্রশংসা নাকি সে জন্যই— এমনটা প্রাক্তন ইউএস-প্রেসিডেন্টের দাবি।

    হোয়াইট হাউসের লড়াইয়ে ফের নামা ট্রাম্পের কথায়, ‘গত সপ্তাহে আমি ম্যাকডোনাল্ডসে গিয়ে আউটলেটে কাজ করেছিলাম। সে জন্য আমাকে সুন্দর (পিচাই) ফোন করেছিলেন।’ জো রোগানের পডকাস্টে আসা ট্রাম্পের বক্তব্য, ‘গত কয়েক বছরের মধ্যে এটা (ম্যাকডোনাল্ডসে গিয়ে ট্রাম্পের কাজ করা) খুব বড় ঘটনা।’ ডনের সংযোজন, ‘সুন্দর খুব দারুণ ছেলে। উনি আমাকে বললেন, গুগলে আমরা যা কিছু পেয়েছি, তার মধ্যে এই ম্যাকডোনাল্ডসের ব্যাপারটা খুব বড় ঘটনাগুলোর একটা। এটা খুব হিট করেছে।’

    পেনসিলভানিয়ায় ম্যাকডোনাল্ডসের আউটলেটে গিয়ে তাঁর কাজ করা ডোনাল্ড ট্রাম্পের কেবল নির্বাচনী প্রচার নয়, বরং এটা তাঁর একটা কৌশলগত পদক্ষেপ। প্রেসিডেন্ট ইলেকশনে তাঁর প্রতিদ্বন্দ্বী, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এবং ইউএসের বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে জবাব দেওয়াই ট্রাম্পের এহেন কৌশলের লক্ষ্য। কারণ, হ্যারিস জানিয়েছিলেন, তারুণ্যে তিনি ফাস্ট-ফুডের ওই চেনে কাজ করেছেন।

    কিন্তু ট্রাম্পের দাবি, ‘উনি (কমলা) ম্যাকডোনাল্ডস নিয়ে মিথ্যে বলেছেন।...ম্যাকডোনাল্ডসের কাছে এ রকম কোনও তথ্য নেই। ওঁর নিজের কাছেও এমন তথ্য নেই। উনি কেউ না। ম্যানেজার (ম্যাকডোনাল্ডসের আউটলেট) জানিয়েছেন, তিনি কখনও ওখানে কাজ করেননি।’

    এর আগে গুগলের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ এনেছিলেন ট্রাম্প। ডনের বক্তব্য ছিল, লোকজন তাঁর সম্পর্কে তথ্য পেতে চাইছে অথচ গুগল সে সব সার্চ রেজ়াল্ট আটকে দিচ্ছে। এ নিয়ে তিনি গুগলের সিইও সুন্দর পিচাইয়ের কাছেও অভিযোগ করবেন— এমনটা ট্রাম্প জানিয়েছিলেন। প্রাক্তন ইউএস-প্রেসিডেন্ট বলেছিলেন, ‘আমি প্রচুর ভালো ভালো জিনিস পাচ্ছি। অথচ গুগলে সে সব খুঁজে পাওয়া যাচ্ছে না।’
  • Link to this news (এই সময়)