• ভাবমূর্তি ফেরাতে সিভিকদের প্রশিক্ষণে উদ্যোগী লালবাজার
    এই সময় | ২৮ অক্টোবর ২০২৪
  • এই সময়: আরজি করের ঘটনায় নাম জড়িয়েছে এক সিভিক ভলান্টিয়ারের। এতে ধাক্কা খেয়েছে কলকাতা পুলিশের ভাবমূর্তি। আগামী দিনে যাতে সিভিকদের জন্য কোনও ভাবেই ফোর্সের সম্মান নষ্ট না হয়, তা নিশ্চিত করতে চাইছে লালবাজার। সেই লক্ষ্যেই তাদের আওতাধীন সব থানায় কর্মরত সিভিকদের প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি সূত্রে খবর, ৪ নভেম্বর থেকে শুরু হবে এই প্রশিক্ষণ। প্রথম দফায় ২০০ জন সিভিককে এই প্রশিক্ষণ দেওয়া হবে। ২১ দিন ধরে আলিপুরের পুলিশ ট্রেনিং স্কুলে চলবে প্রশিক্ষণ।

    কী কারণে এই প্রশিক্ষণের উদ্যোগ? দীর্ঘ দিন ধরেই সিভিক ভলান্টিয়ারদের আচরণ নিয়ে নানা স্তরে অভিযোগ উঠছে। পথচারী থেকে গাড়ি চালকদের বড় অংশের অভিযোগ, সিভিক ভলান্টিয়ারদের খারাপ ব্যবহার নিত্য দিনই বাড়ছে। সে কারণেই সিভিকদের আচরণ বদলের জন্য পুলিশকে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই পরামর্শ মেনেই এই কর্মশালার আয়োজন।মূলত এই কর্মশালায় সিনিয়র পুলিশ অফিসাররা সাধারণ মানুষের সঙ্গে কী রকম ব্যবহার করবেন সিভিকরা, কী কী তাঁরা করতে পারেন, কী পারেন না, কঠিন পরিস্থিতিতে তাঁদের কী করণীয়—সে বিষয়ে প্রশিক্ষণ দেবেন। পাশাপাশি, কঠিন পরিস্থিতিতে কী ভাবে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে, সে বিষয়েও পরামর্শ দেওয়া হবে সিভিকদের। কোনও সিভিক যদি ডিউটির সময়ে মদ্যপ অবস্থায় ধরা পড়েন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

    মহিলা, প্রবীণ এবং শিশুদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। খারাপ আচরণ কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। সিভিকদের বিরুদ্ধে কোনও অভিযোগ জমা পড়লে তা খতিয়ে দেখা হবে। এ সবই এই কর্মশালায় বিস্তারিত ভাবে জানানো হবে সিভিকদের।

    মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সিভিকদের আচরণ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন। লালবাজারের কর্তারা আশাবাদী, সিভিকদের এই প্রশিক্ষণে সুফল মিলবে। আইনজীবী রাজদীপ দে বলেন, ‘সিভিক ভলান্টিয়াররা অনেকেই নিজেদের পুলিশের সমান ক্ষমতাবান বলেই মনে করছেন। খারাপ আচরণ করতে অনেকেই দু’বার ভাবছেন না। এটা বন্ধ করতে প্রশিক্ষণের পাশাপাশি নজরদারি চালু হওয়াটা খুবই জরুরি।’ কলকাতা পুলিশের এক কর্তা বলেন, ‘সিভিকদের জন্য যাতে বাহিনীর সুনাম নষ্ট না হয়, তা নিশ্চিত করতে সব ডেপুটি কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে। সব থানার বড়বাবুকেও সিভিকদের উপর নজর রাখার বিষয়ে জানানো হয়েছে।’
  • Link to this news (এই সময়)