রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা আর শুনবেন না বিচারপতি চন্দ্রচূড়
এই সময় | ২৮ অক্টোবর ২০২৪
রাজ্যের ওবিসি সার্টিফিকেট মামলা আর শুনবেন না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি আগামী ২৬ নভেম্বর হতে পারে। তার আগেই অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। ফলত, ওই মামলা শোনার সুযোগ পাচ্ছেন না তিনি।কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়। ওবিসি সার্টিফিকেট পদ্ধতি মেনে দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়ে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। গত ২২ মে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পর থেকে রাজ্যে তৈরি সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয়।
হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়েছিল অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও। গত ৫ অগস্ট সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে মামলাটির শুনানি হয়।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের রায়ের উপর এখনও কোনও স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের রায়ের পর ওবিসি সার্টিফিকেট ব্যবহার করতে পারছেন না প্রায় এক কোটি মানুষ। সুপ্রিম কোর্টে দায়ের করা রাজ্যের মামলাটি গত ২২ অক্টোবর শুনানি হওয়ার কথা ছিল। যদিও সে দিন শুনানি হয়নি। নভেম্বরের শেষ সপ্তাহে মামলা শুনতে পারে আদালত। তবে, তার আগেই আগামী ১০ নভেম্বর অবসর নিচ্ছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়।