মহিলা সাংবাদিকের ‘কোলে বসা’ তন্ময়কে সাসপেন্ড করল সিপিএম, এবার কি তিনি তৃণমূলে?
হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এক মহিলা সাংবাদিক। তাঁর কোলের উপর বসে পড়েছিলেন সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। অভিযোগ এমনটাই। এদিকে ফেসবুক লাইভে সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন মহিলা সাংবাদিক। এরপরই টনক নড়ে সিপিএমের। একদিকে যখন আরজি কর কাণ্ডে বার বার পথে নামছেন বামেরা তখন সিপিএমের নেতার এই আচরণকে ঘিরে স্বাভাবিকভাবে চারদিকে নিন্দার ঝড়। তবে পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এই আশঙ্কাতেই কার্যত তড়িঘড়ি সিদ্ধান্ত নেয় সিপিএম।
আপাতত তাকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তা কার্যকরী করতে একটু সময় লাগতে পারে। রবিবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মহম্মদ সেলিম বলেন, দুপুরে বা বিকালে জানতে পারলাম, এক তরুণী মহিলা সাংবাদিক পোর্টালের তন্ময়ের আচরণে ক্ষুব্ধ হয়েছেন। তিনি গিয়েছিলেন বাইট নিতে। এটা তাদের কাজ। সংগ্রহ করা খবর। এটা ও বলে বাড়ি থেকে। বাড়ি থেকে কেন বলে বুঝি না। ওর যা আচরণ এই মেয়েটিকে আঘাত করেছে, সে বিধ্বস্ত হয়েছে। আজকালকার দিনে কোনটা ব্যাড টাচ, কোনটা গুড টাচ এটা নিয়ে তাঁরা সচেতন, ..এই ধরনের কোনও অভিযোগ আসলে আমরা সেটা গুরুত্ব দিয়ে দেখি। আমাদের ইন্টার্নাল কমপ্লেইন কমিটি আছে। কিন্তু তাদের একটা পদ্ধতি আছে। কিন্তু যেভাবে পেশাগত কাজ করতে গিয়ে মেয়েটির প্রতি যে আচরণ করেছে তা গর্হিত। পার্টি কিছুতেই এটা সমর্থন করে না। কেউ এটা ভালো দেখবেন না। ক্ষমার চোখে দেখবেন। তবে আইসিসি থেকে ঠিক করতে হয়…তার আগেই আমরা সাসপেন্ড করব। সময়গুলো ঠিক করতে হবে। আইসিসি যে পরামর্শ দেবেন বা প্রস্তাব রাখবে সেটা গ্রহণ করব। সামগ্রিকভাবে সিপিএমের নেতা, কর্মী, দরদীদের কাছে মানুষ কি আশা করেন সেটা বুঝিয়ে দেওয়ার দরকার আছে।
আর সিপিএম নেতা সুজন চক্রবর্তী লিখেছেন, মহিলা সাংবাদিকের বার্তা দেখেছি।
'গুরুতর অভিযোগ।
ক্ষমার অযোগ্য।
নিন্দা করছি।
পার্টির প্রক্রিয়া অনুযায়ী
আমরা দ্রুত পদক্ষেপ গ্রহন করব।
নিশ্চিত থাকুন।
আমরা অন্য দলের মতো নই।
সাম্প্রতিক অতীতে অনৈতিকতার দায়ে
যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি
তাকেই তৃণমূল নেতা করেছে।
মনে রাখুন কিন্তু।।'
তবে তন্ময়ের সাফাই তিনি ইয়ার্কি করে এটা করেছেন। তিনি বলেন, ‘আমি সবার সঙ্গে ইয়ার্কি করে থাকি। আগে ওই মেয়েটি অন্তত দশবার আমার সাক্ষাৎকার নিয়েছে। ওর সঙ্গে আমি আগেও ইয়ার্কি করেছি। কিন্তু আজকে হঠাৎ কী হল আমি জানি না। একটা বাচ্চা মেয়ে। ওকে আমি মা বলে ডাকি। ও একথা বলবে ভাবতে পারছি না।’ অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে গোটা ঘটনার নিন্দা করা হয়েছে।