ভোটে জিততে RG কর! তবে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন না শাহ, 'হতাশ' TMC
হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে অমিত শাহের দেখা হল না। দু'দিনের সফরে শনিবার বাংলায় আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। কিন্তু আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করেননি। তাঁকে চিঠি দিয়ে দেখা করতে চেয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। তারপরও সেই সাক্ষাৎ না হওয়ায় ‘হতাশাপ্রকাশ’ করেছেন তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ। তিনি অভিযোগ করেন, স্রেফ রাজনৈতিক কারণে পশ্চিমবঙ্গে আসেন শাহরা। নিজেদের কোনও দায়িত্বপালন করেন না। সেইসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, কলকাতা পুলিশ যে তদন্ত ঠিক পথেই এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটা বুঝেই কি মুখে কুলুপ এঁটে রাখলেন শাহ?
সেই উত্তরটা অবশ্য অজানা। কিন্তু রবিবারই আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনা নিয়ে মুখ খোলেন শাহ। সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারে থেকে পশ্চিমবঙ্গে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনার সময় তিনি দাবি করেন, সন্দেশখালি বা আরজি করের মতো ঘটনা বন্ধ করতে বিজেপিকে ক্ষমতায় আনতে হবে।
কিন্তু তারপর নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেননি শাহ। ফোনে কথা বলেছেন কিনা, তা নিয়ে বিজেপির তরফে কিছু জানানো হয়নি। যে বঙ্গ বিজেপির নেতা তথা পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অপমৃত্যু হয়েছে। বিজেপিকে আন্দোলনে সামিল না করে ডাক্তাররা ভুল করেছেন বলে দাবি করেন শুভেন্দু।
আর সেই বিষয়টি নিয়ে শাহকে আক্রমণ শানিয়েছেন কুণাল। তিনি বলেন, ‘কেন অমিত শাহ আরজি করের অভয়ার বাবা, মা'র সঙ্গে দেখা করলেন না? অবশ্যই দেখা করা উচিত ছিল। আমরা এ বিষয়ে একাধিকবার তাঁর দৃষ্টি আকর্ষণ করেছি। তিনি শুনলেন না। বাংলায় এঁরা শুধু রাজনৈতিক ভাষণ দিতে আসেন। কোনও দায়িত্বপালন করেন না।’
তৃণমূল নেতা আরও বলেন, ‘বিজেপির রাজ্যগুলিতে পরপর নারীনির্যাতন। তাই কি তিনি এড়িয়ে গেলেন? নাকি, জানেন, কলকাতা পুলিশের তদন্ত ঠিকঠাক হয়েছে । এখানে নতুন কিছু বলার নেই। এই ইস্যুতে আর একটা কথা বলার অধিকার বিজেপির রইল না।'
সেইসঙ্গে সিপিআইএম নেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে এক মহিলা সাংবাদিককে শ্লীলতাহানি করার যে অভিযোগ উঠেছে, তা নিয়েও আক্রমণ শানিয়েছেন কুণাল। তিনি বলেন, 'সিপিএমের প্রলাপ? ওরা যেখানে, সেখানেই এসব ঘটনা। আজও তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ মহিলা সাংবাদিকের। সিপিএম তো বিজেপিরই ভোটার। এখন শুধু মুখে মেকি লড়াইয়ের নাটকবাজি।’