‘দেওয়ালিতে সক্রিয় সাইবারচক্র,’ বাঁচতে কী করবেন? জানালেন কলকাতার পুলিশ কমিশনার
হিন্দুস্তান টাইমস | ২৮ অক্টোবর ২০২৪
কিছুদিন পরেই দেওয়ালি। উৎসবের মরশুম চলছে। এদিকে দেওয়ালি উপলক্ষে কেনাকাটাও চলছে পুরোদমে। তবে বর্তমানে অনলাইনে কেনাকাটার চলই বেশি। এদিকে অনলাইনে লেনদেন করতে গিয়ে অনেক সময় সাইবার চক্রের ফাঁদে পড়েন অনেকে। একেবারে অ্য়াকাউন্ট ফাঁকা হয়ে যায়। সেক্ষেত্রে অনলাইনে কেনাকাটার ক্ষেত্রে কী ধরনের সতর্কতা অবলম্বন করবেন সেব্যাপারে বার্তা দিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার। সেই সঙ্গেই কেউ যদি এই সাইবার চক্রের ফাঁদে পড়ে যান তখন তিনি কী করবেন সেকথাও উল্লেখ করেছেন কলকাতার পুলিশ কমিশনার।
কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, ‘এটা উৎসবের সময়। আমরা জানি আপনারা মার্কেটে যাবেন। প্রচুর কেনাকাটা হবে। আমার কাছে এখনই পরিসংখ্যান নেই। কিন্তু সাইবার ফ্রড এই সময় হয়তো অনেক ক্রিমিনাল অ্যাকটিভ হবে। আমার অনুরোধ থাকবে। আপনারা যখন অনলাইনে পেমেন্ট করছেন একটু দেখে, ক্রশ চেক করে একাধিকবার ক্রশ ভেরিফাই করে নেবেন। যাতে আপনাদের টাকা কোথাও নষ্ট না হয়ে যায়। সেফটি যাতে থাকে। যদি সাইবার ফ্রডে কেউ যদি পড়েন তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ লগইন করেন। যত তাড়াতাড়ি করবেন ততটাই আশা থাকবে আপনাদের টাকা ফেরত আসার। এটা খুব গুরুত্বপূর্ণ। সাইবার ফ্রডে বেশি সময় দিলে ফেরত পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হবে। সাইবার ক্রাইম নিয়ে প্রচুর সচেতনতামূলক প্রোগ্রাম থাকে। অনলাইনে, সোশ্য়াল মিডিয়ায় প্রচার থাকে। মোবাইল যারা ব্যবহার করছেন তাঁরা পড়াশোনা জানা। কিন্তু পড়াশোনা জানা মানুষরাও হয়তো কোনওদিন ভুল করে ফেলেন। আমাদের অনুরোধ থাকবে উৎসবের সময় যখন কেনাকাটা করবেন তখন ক্রশ চেক করে নেবেন। যাতে ভুল জায়গায় আপনাদের টাকা না যায়।’ বার্তা কলকাতার পুলিশ কমিশনারের।
বর্তমানে নগদ টাকায় লেনদেনের তুলনায় অনলাইনে লেনদেনই মূলত বেশি হয়। এদিকে এই উৎসবের সময়তেও ফাঁদ পাতে প্রতারকরা। তারা নানাভাবে ফাঁদ পেতে সাধারণ মানুষের কষ্টের টাকা হাতিয়ে নিতে চায়। বিভিন্ন ভুয়ো ওয়েবসাইটও বাজারে চালু রয়েছে। সেখানে লেনদেন করলেই পুরো টাকা হাওয়া হয়ে যেতে পারে। সেকারণেই সব দেখে শুনে লেনদেনের উপর জোর দিলেন কলকাতার পুলিশ কমিশনার।
তিনি সাধারণ মানুষকে এনিয়ে সচেতন করেছেন। তিনি জানিয়েছেন, ‘আমার অনুরোধ থাকবে। আপনারা যখন অনলাইনে পেমেন্ট করছেন একটু দেখে, ক্রশ চেক করে একাধিকবার ক্রশ ভেরিফাই করে নেবেন। যাতে আপনাদের টাকা কোথাও নষ্ট না হয়ে যায়। সেফটি যাতে থাকে। যদি সাইবার ফ্রডে কেউ যদি পড়েন তবে যত তাড়াতাড়ি সম্ভব পুলিশের সঙ্গে যোগাযোগ করে অভিযোগ লগইন করেন।’