• বাংলায় আর ৩-৪ শতাংশ ভোট বাড়লেই ক্ষমতায় BJP? সুকান্ত বোঝালেন অঙ্ক
    আজ তক | ২৮ অক্টোবর ২০২৪
  • অঙ্ক কষে প্ল্যানিং। রীতিমতো পরিসংখ্যান নিয়ে বসেছেন 'প্রফেসর' সুকান্ত মজুমদার(Sukanta Majumder)। BJP-র রাজ্য সভাপতির হিসাব অনুযায়ী, ২৬-এ গেরুয়া শিবিরই ক্ষমতায় আসতে চলেছে।
    '২০২৪-এর লোকসভা নির্বাচনে তৃণমূলের চেয়ে বেশি ভোট পেয়েছে বিজেপি' রবিবার EZCC-তে দলের সভায় এমনটাই দাবি করেছেন সুকান্ত। বলেন, গত লোকসভা নির্বাচনে বিজেপি ১৮টি আসন থেকে কমে ১২টি আসনে নেমে এসেছে, কিন্তু কলকাতায় ৪৬টির বেশি ওয়ার্ডে প্রথম দল হিসেবে উঠে এসেছে বিজেপি।

    সুকান্ত মজুমদার আরও দাবি করেন, ২০৮টি বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট তৃণমূলের ভোটের থেকে ৪১ হাজার বেশি। যদিও বিজেপি জয়ী হয়েছে মোট ৯০-৯২টি বিধানসভায়।
    তিনি উল্লেখ করেন, ১৮টি আসনে ৫০০০ ভোটের কম ব্যবধানে এবং ২৯টি আসনে ১০,০০০ ভোটের কম ব্যবধানে বিজেপি হেরেছে। এই আসনগুলিতে ভাল পারফর্ম করাই এখন লক্ষ্য বিজেপির।

    সুকান্ত মজুমদার জানান, এখন থেকে পরিকল্পনা করলে এবং ৩-৪ শতাংশ ভোট বাড়াতে পারলে, আসন্ন ২০২৬-এর ভোটে বিজেপি সরকার ক্ষমতায় আসবে। তিনি বলেন, এর জন্য রাজ্যে এক কোটি সদস্য সংখ্যা বাড়াতে হবে। এর মাধ্যমেই এই ভোটের ব্যবধান কমানো সম্ভব হবে।
  • Link to this news (আজ তক)