কালীপুজোয় কলকাতায় বৃষ্টি? আগামী এক সপ্তাহের আবহাওয়ার আপডেট
আজ তক | ২৮ অক্টোবর ২০২৪
গত কয়েকদিন ধরে ঘূর্ণিঝড় দানার কারণে আবহাওয়ার অনিশ্চয়তা ছিল তুঙ্গে। সামনে কালীপুজো ও ভাইফোঁটার মতো উৎসব। এই সময়ে আবহাওয়ার কেমন থাকবে, তা নিয়ে কৌতূহল বাড়ছে। আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, কালীপুজোর সপ্তাহে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার, ২৮ অক্টোবর দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। তবে, উত্তরবঙ্গের দুই পাহাড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদিয়ায় বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গে ২৯ এবং ৩০ অক্টোবর সব জেলাতেই বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ৩১ অক্টোবর উত্তরের পাঁচ জেলায় এবং ১ ও ২ নভেম্বর উত্তরবঙ্গের পাহাড়ি দুই জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
২ নভেম্বর কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও মূলত আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী বৃহস্পতিবার কালীপুজো। এই দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও ভারী বৃষ্টির কোনও সতর্কতা নেই। আলিপুর আবহাওয়া দফতরের মতে, শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে, তবে আবহাওয়া মূলত মনোরম থাকবে। ফলে উৎসবের আনন্দে কোনও বড় ব্যাঘাত ঘটার সম্ভাবনা নেই।