• বিজয়া সম্মিলনিতে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা কাজলের, নিলেন না অনুব্রতর নাম
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: রবিবার কেতুগ্রাম ১ ও ২ ব্লকে দু’টি বিজয়া সম্মিলনির আয়োজন করে ব্লক তৃণমূল। ওই দুই সভায় ২০২৬ সালের বিধানসভার জন্য ঐক্যবদ্ধ ভাবে লড়াই করার বার্তা দিয়ে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। কোনও বিভেদ সৃষ্টি করা চলবে না। হানাহানি রুখতে হবে। অন্যায় হলে প্রতিবাদ করতে হবে। কিন্তু সেটা চক্রান্ত করে নয়। কেতুগ্রামের মাটিতে ২০১১ সালের আগে অনেক খুন হয়েছে। বহু রক্ত ঝড়েছে। এখন শুধুই শান্তি বিরাজ করছে।


    যে কেতুগ্রামে একটা সময়ে অনুব্রত মণ্ডল প্রতিটি সভাতে যোগ দিতেন, সেখানে এদিন অনুব্রত মণ্ডলের নাম উচ্চারণ করলেন না কাজল। তিনি বলেন, এবার সাংসদ বিধায়কের চেয়েও ভালো লিড পেয়েছেন। আমরা সবাই মিলে তাঁকে লিড দেওয়ার চেষ্টা করেছিলাম। আগামী দিনে তাঁর লিড আরও বাড়বে। ভোটের আগে অনেকেই আসেন, কিন্তু ভোট মিটে গেলেই তাঁরা আবার পালিয়ে যান। কাজল শেখ বলেন, দলের বিরুদ্ধে যারা চক্রান্ত করবে তাদের চিহ্নিত করতে হবে। আমাদের পরিবার শহিদ পরিবার। আমাদের ভাইকে খুন করেছে সিপিএমের হার্মাদরা। আমরা খুন চাই না, রক্ত চাই না। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আদর্শের কথা বলেন। যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের চলার পথ দেখিয়ে দেন। আমরা আগামী দিনে সেই পথেই চলব। 


    এদিন অনুব্রত মণ্ডলের জেল মুক্তি নিয়ে কাজল শেখকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অনুব্রত মণ্ডল জেল থেকে ছাড়া পেয়েছে, আমরা খুব খুশি। সিপিএম শূন্য পেয়েছে, আগামী দিনে বিজেপিকে হটাতে হবে। 


    এদিন কেতুগ্রামের কান্দরা ও পাঁচুন্দিতে দু’টি সভা হয়। কান্দরায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনেওয়াজ, বোলপুরের সাংসদ অসিত মাল সহ বিশিষ্টজনেরা। 


    অন্যদিকে এদিন পূর্বস্থলী ২ ব্লকেও বিজয়া সম্মিলনির আয়োজন করে তৃণমূল। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বিধায়ক তপন চট্টোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। স্বপন দেবনাথ বলেন, অন্যায় হলে প্রতিবাদ করুন। দোষ করলে সাজা পেতে হবে তাকে। কিন্তু বাংলাকে অশান্ত করে চক্রান্ত করা চলবে না। এদিন প্রতিটি বিজয়া সম্মিলনি অনুষ্ঠানেই প্রতিটি ব্লকের প্রতিটি অঞ্চলের পাঁচজন করে বিশিষ্টজনকে সম্মান জানানো হয় তৃণমূলের পক্ষ থেকে।-নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)