নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুর: দোরগোড়ায় উপনির্বাচন। তাই দুর্যোগ কমতেই রবিবার তৃণমূল প্রার্থী সুজয় হাজরা জোরকদমে প্রচারে নামলেন। বিক্ষিপ্ত বৃষ্টিকে উপেক্ষা করে ঘাসফুলের প্রচারে মানুষের ঢল নেমেছিল। প্রচারের ময়দানে নেমেছে বিরোধীরাও। এদিন মেদিনীপুর পুর এলাকায় চা চক্রের মাধ্যমে বিজেপি প্রার্থী শুভজিৎ রায় প্রচার সারেন। দুপুরে তিনি শালবনী ব্লকের নানা এলাকায় প্রচার করেন। সিপিআই প্রার্থী মণিকুন্তল খামরুই, কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষও শহরে প্রচার করছেন। তবে প্রচারে শাসকদল অনেকটাই এগিয়ে রয়েছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন।
এদিন সকালে তৃণমূল প্রার্থী প্রথমে একটি চার্চে গিয়ে প্রার্থনায় অংশ নেন। এরপর শালবনী ব্লকের গড়মাল পঞ্চায়েত এলাকায় পথসভায় যোগ দেন। বিকেলে তিনি পুর এলাকায় প্রচার করেন। সুজয়বাবু বলেন, প্রচারে গিয়ে মানুষের সাড়া পাওয়া যাচ্ছে। গ্রামীণ এলাকার পাশাপাশি পুর এলাকাতেও জোরকদমে প্রচার চলছে। বুথস্তরের কর্মীরা কোমর বেঁধে লড়াইয়ে নেমেছেন। মানুষ কাজ দেখে ভোট দেবেন। সমস্ত এলাকায় উন্নয়ন হয়েছে। বিভিন্ন প্রকল্পের সুবিধাও মানুষ পাচ্ছেন। প্রচারে সেকথাও তুলে ধরা হয়েছে।
এদিন সকালে বিজেপি প্রার্থী চা চক্রে যোগ দেন। পরে শালবনী ব্লকের কাশিজোড়া পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় প্রচার সারেন। কর্মীদের সঙ্গে বৈঠকও করেছেন। শুভজিৎবাবু বলেন, সকালে চা চক্রের পর জনসংযোগ করেছি। মানুষের ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তাঁরা সমস্যার কথা জানাচ্ছেন। কারণ তৃণমূল দুর্নীতি ছাড়া কিছুই করেনি। শহরের নানা এলাকা ছাড়াও গ্রামে প্রচার চালানো হচ্ছে।
রবিবার মেদিনীপুর শহরের বাজার এলাকায় সিপিআই ও কংগ্রেস প্রার্থী প্রচার করেছেন। বাম প্রার্থী মণিকুন্তল খামরুই বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে গ্রামীণ এলাকায় প্রচার করেছি। শহরেও প্রচারে যাচ্ছি। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। বেকারত্ব সহ একাধিক বিষয় প্রচারে তুলে ধরা হচ্ছে। মানুষ আমাদের পাশে থাকবেন।
কংগ্রেস প্রার্থী শ্যামলকুমার ঘোষ বলেন, আজ থেকে প্রচার শুরু হল। অপশাসন ও দুর্নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই।
শাসক-বিরোধী উভয়পক্ষই গ্রামীণ এলাকার পাশাপাশি শহরে প্রচারে বিশেষ নজর দিচ্ছে। শালবনী ব্লকের গড়মালের এক বাসিন্দা বলেন, গ্রামে তৃণমূলের প্রচার হয়েছে। তবে বিজেপি সহ বিরোধীদের সেভাবে এখনও প্রচার করতে দেখিনি। আসলে গ্রামে গ্রামে বিরোধীদের সংগঠন অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তৃণমূলে ব্যাপক গোষ্ঠীকোন্দল রয়েছে। কিন্তু ভোটের প্রচারে দলের নেতারা একজোট হয়েছেন। প্রচারে কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষ।-নিজস্ব চিত্র