• নিজের শহরে ফের স্বমহিমায় অনুব্রত
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: দু’বছর পর আগামীকাল মঙ্গলবার ফের বোলপুর শহরে স্বমহিমায় দেখা যাবে অনুব্রত মণ্ডলকে। ‌সৌজন্যে তৃণমূলের বিজয়া সম্মিলনি‌।‌ বোলপুরে ফেরার পর রামপুরহাট, সিউড়ি দুই মহকুমায় তৃণমূলের বিজয়া সম্মিলনিতে তিনি থেকেছেন। সর্বশেষ নিজের শহর বোলপুরেও সেই কর্মসূচিতে তিনি থাকবেন বলে জানিয়েছেন। আর তাতেই শহরের তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি হয়েছে। বোলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই সভায় কর্মী-সমর্থক তথা স্থানীয় বাসিন্দাদের ভিড় উপচে পড়বে এমনটাই দাবি ঘাসফুল শিবিরের শহর নেতৃত্বের। সেখানে জেলার সকল স্তরের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য সুদীপ্ত ঘোষ। 


    গোরু পাচার মামলায় তিহার জেলে দু’বছর বন্দি থাকার পর দুর্গাপুজোর আগে বোলপুরে নিজের বাড়িতে ফিরেছেন অনুব্রত মণ্ডল। তিনি ফিরতেই ফের সক্রিয় হয়েছেন রাজনীতিতে। নিয়ম করে বোলপুরের দলীয় কার্যালয়ে বসার পাশাপাশি জেলার সর্বত্র বিজয়া সম্মিলনিতে যোগ দিয়েছেন। 


    প্রিয় কেষ্টদাকে ফিরে পেয়ে জেলায় তৃণমূলের কর্মী সমর্থকদের প্রবল উন্মাদনার সৃষ্টি হয়েছে। সিউড়ি, রামপুরহাট এই দুই মহকুমায় ইতিমধ্যেই কর্মীদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। এরপর মঙ্গলবার বোলপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে বিজয়া সম্মিলনির আয়োজন করেছে শহর তৃণমূল কংগ্রেস। ওই সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ জেলার শীর্ষ নেতৃত্বকে আমন্ত্রণ জানানো হয়েছে। তৃণমূলের শহর সভাপতি সুকান্ত হাজরা বলেন, কেষ্টদা বোলপুরে ফিরতেই উজ্জীবিত তৃণমূলের কর্মী সমর্থকরা। দু’বছর পর প্রিয় নেতার সভা ঘিরে তাদের উন্মাদনা তুঙ্গে। ইতিমধ্যেই সভা মঞ্চ প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার বোলপুর পুরসভার ২২টি ওয়ার্ডের কাউন্সিলার সহ কর্মী সমর্থকদের ভিড় হবে বলে আমি আশাবাদী। এ প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেন, বিজয়া সম্মিলনি উপলক্ষ্যে জেলার প্রতিটি মহকুমাতেই ভিড় উপচে পড়েছে। ‌বোলপুরেও তার অন্যথা হবে না। বীরভূম নেতৃত্বের সকলকেই সেই সভায় আমন্ত্রণ জানানো হয়েছে।


    যদিও, এযাবৎ আয়োজিত কোনও বিজয়া সম্মিলনিতেই অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে এক মঞ্চে দেখা যায়নি। তাই বোলপুরের এই সভায় দুই নেতাকে একসঙ্গে দেখা যাবে কিনা এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। যদিও বোলপুর নেতৃত্বের দাবি, অন্যান্যদের মত জেলা সভাধিপতিকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এটা দলীয় কর্মসূচি, উনি উপস্থিত হলে কর্মী সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা যাবে। যদিও কাজল শেখ এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি।  রবিবার দুবরাজপুরে বিজয়া সম্মিলনিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)