• তালডাংরায় নির্বাচনী প্রচারে পাড়া বৈঠকেই জোর তৃণমূলের
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: তালডাংরা উপনির্বাচনে বড় জনসভার থেকে পাড়া বৈঠকে বেশি জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। সেইসঙ্গে বাড়ি বাড়ি প্রচারকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভোটের দিনক্ষণ ক্রমশ এগিয়ে আসছে। হাতে সময়ও কম। সেই কারণে বড় জন সমাগম আয়োজনের থেকে ছোট ছোট সভার দিকে ঝুঁকছে তৃণমূল নেতৃত্ব। ভোটের প্রস্তুতিতে রবিবার সকালে বাঁকুড়া জেলা তৃণমূল ভবনে একটি বৈঠক হয়। ওই বৈঠকে রাজ্যের দুই মন্ত্রী মলয় ঘটক ও জ্যোৎস্না মাণ্ডি, সাংসদ তথা জেলা তৃণমূল সভাপতি অরূপ চক্রবর্তী, জেলা তৃণমূল চেয়ারম্যান অলকা সেনমজুমদার, বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়, তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে তালডাংরা, ইন্দপুর ও সিমলাপালের তৃণমূল ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েত প্রধান ও অঞ্চল সভাপতিরা অংশ নেন। ভোটের রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই পাড়া বৈঠকের উপর জোর দেওয়ার কথা বলা হয়। দ্রুত তালডাংরা বিধানসভা এলাকা ঘাসফুলের ঝাণ্ডায় ঢেকে ফেলা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 


    মলয়বাবু বলেন, ভোটের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশে আমি এদিন বৈঠক করেছি। জেলায় দলের সকলে একজোট হয়ে প্রার্থীকে জেতাতে ময়দানে নেমেছেন।  


    অরূপবাবু বলেন, তৃণমূলস্তরে নিবিড় প্রচারের উপর জোর দেওয়া হয়েছে। সেই কারণে পাড়া বৈঠককে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বড় সমাবেশ ও মিছিল করা হবে। তবে তার থেকেও বেশি ছোট সভা, পথসভার আয়োজন করা হচ্ছে। জনসভায় সব মানুষ অংশ নিতে পারে না। কিন্তু পাড়ার মধ্যে খামারে বা রাস্তার মোড়ে কোনও সভা হলে, এলাকার প্রতিটি বাড়িতে মাইকের আওয়াজ পৌঁছয়। ফলে কেউ সভায় না আসতে পারলেও আমরা দলের বার্তা সংশ্লিষ্ট পরিবারগুলির প্রতিটি সদস্যের কাছে পৌঁছে দিতে পারব।  ঘূর্ণিঝড় ‘ডানা’র রেশ এখনও বাঁকুড়ায় রয়েছে। এদিনও জেলার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়। বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন রাজনৈতিক দল তালডাংরা বিধানসভা এলাকায় প্রচার চালিয়েছে। এদিন বিজেপি প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী দিনভর হারমাসড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার করেন। তিনি পিকআপ ভ্যানে চেপে ওই অঞ্চলের গ্রাম চষে ফেলেন।
  • Link to this news (বর্তমান)