• মঙ্গলকোটের উরস উৎসবে দুই বাংলার মেলবন্ধন, সম্প্রীতির বার্তা মন্ত্রীর
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, কাটোয়া: মঙ্গলকোটের উরস উৎসবকে ঘিরে দুই বাংলার মেলবন্ধন ঘটল। উৎসবে যোগ দিতে সুদূর বাংলাদেশ থেকে এলেন বহু মানুষ। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ ভিড় জমালেন উরস উৎসবে। আর রবিবার এই উরস উৎসবে যোগ দিয়ে সম্প্রীতির বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ।


    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বহু প্রচীন এই উরস উৎসব। বাংলাদেশ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ মঙ্গলকোটে ভিড় জমান। এদিন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন মঙ্গলকোটের বিধায়ক অপূর্ব চৌধুরী সহ বিশিষ্টরা। 


    স্বপনবাবু বলেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার, উৎসব সবার। বাংলাকে ভাগ করার চক্রান্ত মানব না। বাংলাকে যারা চক্রান্ত করে ভাগ করার চেষ্টা করছে। যারা বাংলা ভাষাকে ভাগ করার চক্রান্ত করছে। তাদের বিদায় দিতে হবে। মঙ্গলকোটের এক ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এখানে প্রাচীন পুরাতত্ত্ব থেকে বহু ঐতিহাসিক নিদর্শন পাওয়া গিয়েছে। এটা কারও অজানা নয়। উরস উৎসবে আসা সকল মানুষই সম্প্রীতির বার্তা বহন করে। তিনি আরও বলেন, এখানে বাংলাদেশ থেকে ধর্মপ্রাণ মানুষেরা যেমন এসেছেন। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষও এসেছেন। এখানে উভয় সম্প্রদায়ের মেলবন্ধন ঘটেছে।
  • Link to this news (বর্তমান)