• বিবাদী সঙ্ঘের কালীপুজোয় থিম ‘এপার-ওপার রবি সবার’
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • ইন্দ্র মহন্ত, বালুরঘাট: প্রতিবছর কালীপুজোয় বাদামাইল বিবাদী সঙ্ঘ নতুন চমক নিয়ে আসে।  এবার তাদের থিম ‘এপার-ওপার রবি সবার।’ দর্শনার্থীদের জন্য কোনও খামতি রাখতে চান না উদ্যোক্তারা। পুরো পুজো মণ্ডপ সাজবে স্লেট আর সংবাদপত্রে। এজন্য পাঁচশোরও বেশি স্লেট এবং কয়েক হাজার সংবাদপত্র ব্যবহার করা হচ্ছে। 


    পুজো উদ্যোক্তাদের দাবি, সমাজ গঠনে সংবাদপত্রের বড় ভূমিকা রয়েছে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় নানা পোস্টের মাধ্যমে গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে। যেখানে সংবাদপত্র সমাজ গঠনে আজও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। মণ্ডপে লাগানো স্লেটে রবি ঠাকুরের লেখা নানা কবিতা তুলে ধরা হবে। স্লেটে তুলে ধরা হবে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ। স্লেটের পাশাপাশি পেন্সিল দিয়েও পুজো মণ্ডপ সাজানো হবে। মণ্ডপের সামনে রবি ঠাকুরের মূর্তি বসানো হবে। কালী মূর্তি এখানে থিমের আদলে তৈরি করা হচ্ছে। আলোকসজ্জাতে থাকছে বিশেষ চমক। পুজো মণ্ডপ তৈরি করছেন সুভদ্র লাহা, মৃৎশিল্পী অপূর্ব মহন্ত। পুজো উদ্যোক্তাদের দাবি, এই থিম এবার জেলায় নজর কাড়বে। এই ক্লাব সারাবছর সমাজসেবা মূলক কাজ করে। পুজোর কয়েকদিন রক্তদান শিবির ও বস্ত্র বিতরণ হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকে।


    ক্লাবের সভাপতি কৌশিক তালুকদার বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি। মূর্তি ভেঙে বাংলাদেশ রবীন্দ্রনাথকে অসম্মান করেছে। তার প্রতিবাদে এবারে আমাদের থিম হিসেবে রবি ঠাকুরকে বেছে নেওয়া হয়েছে। আশা করছি, আমাদের থিম দর্শনার্থীদের মন জয় করবে। 
  • Link to this news (বর্তমান)