সংবাদদাতা, দিনহাটা: দীপককুমার রায় এবং দীপককুমার রায়। একই নামে দুই ব্যক্তি। দু’জনেরই বাড়ি সিতাই ব্লকে। সিতাই বিধানসভা উপ নির্বাচনে দু’জনই মনোনয়নপত্র জমা করেছেন। একজন বিজেপির প্রার্থী, অন্যজন নির্দল। একই নামে দুই ব্যক্তি হওয়াতে বিজেপি প্রার্থী দীপককুমার রায়ের পথের কাঁটা হয়েছেন নির্দলের দীপককুমার রায়! যদিও বিষয়টি নিয়ে চিন্তিত নয় পদ্মপ্রার্থী। তাঁর দাবি, ভোট নাম দেখে নয় প্রতীক দেখেই হবে। তবে ইভিএমে প্রভাব ফেলবেন ভালোই, মন্তব্য নির্দল দীপকের।
বিনোদকুমার রায়ের ছেলে দীপককুমার রায়। তিনি নির্দল প্রার্থী। সিতাই ব্লকের বত্তরে তাঁর বাড়ি। পেশায় কৃষক। চামটা আদর্শ হাইস্কুল থেকে মাধ্যমিক পাস করেছেন। রাজনীতির ময়দানে প্রতিদ্বন্দ্বিতা করা এই প্রথম। গ্রামের কিছু যুবক উৎসাহ দিতেই মনোনয়ন জমা করেছেন। আজ, সোমবার মনোনয়ন স্ক্রুটিনি হবে। মঙ্গলবার থেকে প্রচারে ঝাঁপাবেন বলে তিনি জানিয়েছেন।
অন্যদিকে, বিজেপির দীপককুমার রায় পেশায় শিক্ষক। বোধামোহন রায়ের পুত্র তিনি। ছাত্রাবস্থায় রাজনীতিতে যোগদান তাঁর। ২০১১ সালের বিধানসভা ভোটে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হন সিতাই কেন্দ্রে। সেবার পরাজিত হলে ২০১৪ সালে লোকসভা ভোটে প্রার্থী হন বামেদের। পরাজিত হন। ২০১৬ সালে দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে পদ্ম প্রতীকে সিতাই বিধানসভায় ভোটে দাঁড়ান। হেরে যান। এবারে চতুর্থবার নির্বাচনের ময়দানে লড়াই করছেন তিনি।
একুশের বিধানসভা নির্বাচনে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে কড়া টক্কর দেন তিনি। ১০ হাজার ভোটে পরাজিত হয়েছিলেন। এবারে একই নামে নির্দল প্রার্থী হওয়াতে কিছুটা হলেও চাপে রয়েছেন তিনি। রাজনৈতিক মহলের মতে, লোকসভা নির্বাচনে সিতাই কেন্দ্রে তৃণমূল ২৮ হাজার ভোটে এগিয়েছিল। উপ নির্বাচন ঘোষণার পরেই ময়দানে নেমে পড়েছে তারা। সাংগঠনিক শক্তি আর প্রচারের কৌশলে অনেকটাই এগিয়ে। বিরোধীদলের প্রার্থীদের ময়দানে সেভাবে দেখা পাওয়া যাচ্ছে না। বিধানসভায় বিজেপির দীপককুমার রায় হেরে যান। এবারে একই নামে প্রার্থী হওয়ায় ভোটারদের মধ্যে ধন্দ তৈরি হতে পারে। বিজেপির ভোট এক্ষেত্রে ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বাড়তি সুবিধা নিয়ে নেবেন তৃণমূলের সঙ্গীতা রায়। নির্দল দীপককুমার রায় পথের কাঁটা হতে পারে পদ্মের দীপকের।
নির্দল প্রার্থী দীপককুমার রায় বলেন, এবারই প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। স্থানীয় পরিচিতদের উৎসাহে মনোনয়ন জমা দিয়েছি। আশা করি, ভালোই প্রভাব ফেলতে পারব ভোটে। পদ্মের প্রার্থী দীপককুমার রায় বলেন, নাম দেখে নয়, প্রতীক দেখেই ভোট দেয় মানুষ। পদ্ম চিহ্নতেই ভোটাররা আস্থা রাখবেন।