খবরের জেরে ল্যাবে টেস্টের পর বিল দেওয়া শুরু মৌলপুর হাসপাতালে
বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
সংবাদদাতা, পুরাতন মালদহ: ‘বর্তমান’-এর খবরের জেরে পুরাতন মালদহ ব্লকের মৌলপুর গ্রামীণ হাসপাতালে পিপিপি ল্যাবে টেস্টের পর রোগীদের বিল দেওয়া শুরু হয়েছে। ব্লক স্বাস্থ্য আধিকারিকের নির্দেশে আগামী দিনে বিভিন্ন টেস্টের রেটচার্ট টাঙিয়ে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। কিছু দিন আগে ল্যাবে ডেঙ্গু টেস্ট এবং বিল না দেওয়ার অভিযোগ উঠেছিল। রবিবার একাধিক রোগীকে টেস্টের পর বিল দেওয়া হয়। এদিন ওই হাসপাতালের ল্যাব পরিদর্শনে আসেন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শক্রঘ্ন সিনহা বর্মা। তিনি সরকারি নিয়ম মেনে কাজ করার পরামর্শ দেন। ল্যাবের ম্যানেজার সুশীতল রায় বলেন, কিছুদিন আগে রোগীদের রসিদ দিতে পারিনি। এখন থেকে সবাইকে রসিদ দেওয়া হচ্ছে। সরকার নির্ধারিত স্বল্পমূল্যে টেস্ট করা হচ্ছে। ল্যাবের ম্যানেজারের স্বীকারোক্তি, আমাদের ক্রুটিগুলি সংশোধন করে নেওয়া হয়েছে।
ওই ল্যাব থেকে সুগার এবং থাইরয়েড টেস্ট করিয়েছিলেন অনিমা সাহা। তিনি বলেন, আমার দুটো টেস্ট মিলিয়ে ২৩০ টাকা বিল হয়েছিল। কিছু ছাড় দিয়েছে। বিলের কাগজ পেয়েছি। মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে এক দশক আগে শৌচালয় নির্মাণ করা হয়েছিল। জলের অভাবে এখনও তা চালু করা সম্ভব হয়নি। রবিবার মালদহ জেলা পরিষদের উদ্যোগে সেখানে সাবমার্সিবলের বসানোর কাজ শুরু হয়েছে। কাউন্সিলার শক্রঘ্ন বলেন, দীর্ঘদিন জলের অভাবে শৌচালয় চালু করা যায়নি। ব্লক স্বাস্থ্য আধিকারিক চিঠি করেন। আমরাও বলেছিলাম। জেলা পরিষদের সভাধিপতি প্রচেষ্টায় কাজ শুরু হল।