• নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজোয় জোর প্রস্তুতি
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • মৃন্ময় বসাক, কালিয়াগঞ্জ: হেমতাবাদের নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাবের কালীপুজোকে কেন্দ্র করে জোর প্রস্তুতি শুরু হয়েছে। স্থায়ী মন্দির ফুল দিয়ে সাজিয়ে তোলার পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের কাজ শুরু হয়েছে। ক্লাব সম্পাদক উৎপল দাস বলেন, আমাদের পুজো এই বছরে ৩৪ তম বর্ষে। ভক্তি ও নিষ্ঠা সহকারে কালীপুজো করার পাশাপাশি সমাজসেবা মূলক কর্মসূচি ও প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান হবে। পুজোর আগে দেবীর প্রতিমা বিসর্জন দেওয়া হয়। নতুন মাটির প্রতিমা এনে পুজোর পর সারাবছর মন্দিরে রেখে পুজো হয়। 


    হেমতাবাদ ব্লকের শালবাগান এলাকায় রাজ্য সড়কের ধারে এই পুজো মণ্ডপে হেমতাবাদ সদরের বাসিন্দাদের ভিড় লক্ষ্য করা যায় প্রতিবছর। চাঁদা তুলেই পুজো আয়োজন করেন উদ্যোক্তারা। এবার পুজোর বাজেট তিন লক্ষাধিক টাকা।   


    ক্লাবের সদস্য সৌরভ সেনগুপ্ত জানান, কালীপুজোয় হেমতাবাদ নেতাজি ইয়ং স্পোর্টিং ক্লাব প্রতিবছর দীপাবলি উৎসবের আয়োজন করে। এবছর দুদিনব্যাপী দীপাবলি উৎসব হবে। স্থানীয় ছেলেমেয়েদের প্রতিভাকে বিকশিত করতে নাচ, গান ও অঙ্কন প্রতিযোগিতা হবে। সেই সঙ্গে আমন্ত্রিত সঙ্গীত ও নৃত্য শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান রয়েছে। সৌরভের সংযোজন, ব্লকের পাশাপাশি জেলার বিভিন্ন এলাকার মানুষ আমাদের পুজোয় আসে। 
  • Link to this news (বর্তমান)