• রাতে ‘বিস্ফোরণ’,  সকালে তাজা বোমা উদ্ধার শহরে, চাঞ্চল্য
    বর্তমান | ২৮ অক্টোবর ২০২৪
  • সংবাদদাতা, মাথাভাঙা: রবিবার সকালে মাথাভাঙা শহরের ১২ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লিতে তাজা বোমা উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তার ধারে বোমাটি পড়ে ছিল। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছে বোমাটি উদ্ধার করে মাথাভাঙা থানায় নিয়ে আসে। বাসিন্দারা জানিয়েছেন, রাতে একটি বোমা ফাটার আওয়াজ হয়েছিল। এদিন সকালে ওই জায়গায় একটি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়দের দাবি, একটি জমি নিয়ে দু’পক্ষের ঝামেলা চলছে। সেকারণে বোমাবাজি হতে পারে। মাথাভাঙা থানার পুলিস জানিয়েছে, একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। বোমা ফাটানোর কোনও চিহ্ন মেলেনি। বোমাটি কীভাবে এল তা তদন্ত করে দেখা হচ্ছে। 


    স্থানীয় বাসিন্দা আবু বক্কর মিয়াঁ বলেন, পাড়ায় সম্প্রতি জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা হয়েছে। কয়েকদিন আগে দু’পক্ষের মধ্যে বচসাও হয়েছে। রাতে আমরা একটি বোমা ফাটার আওয়াজ পেয়েছিলাম। কিন্তু ভয়ে কেউ বাইরে যাইনি। এদিন সকালে আমরা রাস্তার ধারে বোমা পড়ে থাকতে দেখি। আমরা চরম আতঙ্কে রয়েছি। কারা বোমাবাজি করল পুলিস তা খুঁজে বের করুক। মাথাভাঙার মহকুমার পুলিস আধিকারিক সমরেন হালদার বলেন, শহরের ১২ নম্বর ওয়ার্ডের নজরুলপল্লি থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে। তবে বেমা ফাটানোর কোনও চিহ্ন মেলেনি। কারা বোমাবাজি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসিন্দাদের আতঙ্কিত হওয়ার কিছু নেই। এলাকায় পুলিসি টহলদারি বাড়ানো হবে।
  • Link to this news (বর্তমান)